সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বগুড়ার আওয়ামী লীগের ২ নেতা ঢাকায় গ্রেফতার

জেলা প্রতিনিধি, বগুড়া
প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৫, ১২:৪৭ পিএম

শেয়ার করুন:

বগুড়ার আওয়ামী লীগের ২ নেতা ঢাকায় গ্রেফতার

বগুড়ার কাহালু উপজেলা আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন কবিরাজ (৬৫) ও তার ছেলে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সুরুজ উদ্দিন কবিরাজকে (৪০) গ্রেফতার করেছে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ।

শনিবার (১২ এপ্রিল) ভোরে ঢাকার আদাবর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


বগুড়া জেলা পুলিশের মুখপত্র অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর হেলাল উদ্দিন কবিরাজ ও তার ছেলে সুরুজ উদ্দিন কবিরাজ আত্মগোপনে ছিলেন। বৈষম্যে বিরোধী ছাত্র- জনতার আন্দোলনে হামলার অভিযোগে হেলাল উদ্দিনের নামে পাঁচটি এবং তার ছেলে সুরুজ উদ্দিনের নামে চারটি মামলা রয়েছে। হেলাল উদ্দিন কবিরাজ কাহালু পৌরসভার সাবেক মেয়র এবং তার ছেলে সুরুজ উদ্দিন কবিরাজ কাহালু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। তারা ঢাকায় আদাবর এলাকায় আত্মগোপন করে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ঢাকায় গিয়ে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতার দুইজনকে বগুড়ায় আনা হচ্ছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর