রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কিছু কিছু উপদেষ্টা ৫ বছর ক্ষমতায় থাকার স্বপ্ন দেখছেন: ড. আসাদুজ্জামান

জেলা প্রতিনিধি, মুন্সিগঞ্জ
প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৫, ০৯:১৩ এএম

শেয়ার করুন:

কিছু কিছু উপদেষ্টা ৫ বছর ক্ষমতায় থাকার স্বপ্ন দেখছেন: ড. আসাদুজ্জামান

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ড.আসাদুজ্জামান রিপন বলেছেন, দেশের জনগণ একটি জবাবদিহিমূলক ও মানুষের ভোটে নির্বাচিত সরকার চায়। বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে বড় পরিবর্তন চায়। তবে কিছু কিছু উপদেষ্টা এখন পাঁচ বছর ক্ষমতায় থাকার স্বপ্ন দেখছেন।

শুক্রবার (১১ এপ্রিল) সন্ধ্যায় মুন্সিগঞ্জের লৌহজং সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে ২৪শের গণঅভ্যুত্থান পরবর্তী রাষ্ট্রব্যবস্থা ও জন আকাঙ্ক্ষার বাস্তবায়ন প্রসঙ্গে আয়োজিত এক জন-সমাবেশে তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


thumbnail_1000002589

এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের কড়া সমালোচনা করে আসাদুজ্জামান রিপন বলেন, গত ৮ মাসে একটি সংস্কারও দেখাতে পারেনি অন্তর্বর্তী সরকার। ফলে দ্রুত সময়ের মধ্যে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন চাচ্ছে বিএনপি।

আরও পড়ুন

ক্ষমতালোভীরা সংস্কার নয়, শুধু নির্বাচন চায়: জামায়াত নেতা শাহজাহান

তিনি আরও বলেন, মানুষের স্বপ্ন আর আকাঙ্ক্ষার বাস্তবায়ন করতেই জুলাই বিপ্লবের সূচনা হয়েছে, তাই বিএনপি এখন দেশে জনগণের শাসন চায়।


বিজ্ঞাপন


thumbnail_1000002624

এছাড়া বিএনপি নেতাকর্মীরা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করলে দল থেকে বহিষ্কার করার পাশাপাশি সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে বলে উপস্থিত নেতাকর্মীদের কঠোর হুঁশিয়ারি দেন তিনি।

thumbnail_1000002622

এর আগে দুপুর থেকেই দলীয় নানারকম ব্যানার ফেস্টুন হাতে স্লোগান মুখর মিছিল নিয়ে জনসমাবেশে যোগ দেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। পরে জনসমাবেশে একে একে বক্তব্য দেন অনেকে। এতে তুলে ধরা হয় আগামীর বাংলাদেশ নিয়ে বিএনপির সফল পরিকল্পনার কথা।

thumbnail_1000002623

সমাবেশে জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান খাঁনের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি গোলাম মোস্তফা। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি মাসুদ খান পারভেজ, উপজেলা যুবদলের সাবেক সহ সভাপতি মোশারফ হোসেন,উপজেলা মহিলা দলের সভাপতি রোকেয়া বেগমসহ আরও অনেকে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর