সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ঠাকুরগাঁওয়ে দু’পক্ষের সংঘর্ষে বাড়িঘরে অগ্নিসংযোগ, ১৪৪ ধারা জারি

জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও
প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৫, ১০:০২ পিএম

শেয়ার করুন:

ঠাকুরগাঁওয়ে দু’পক্ষের সংঘর্ষে বাড়িঘরে অগ্নিসংযোগ,  ১৪৪ ধারা জারি

ঠাকুরগাঁওয়ে হরিপুর উপজেলায় জমি-জায়গায় বিরোধীদের জেরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় বাড়ি ঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কমপক্ষে আহত হয়েছেন অর্ধশতাধিক৷ শান্তিশৃঙ্খলা রক্ষায় ওই এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ ও বিজিবি। 

শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে জেলার হরিপুর উপজেলা গেদুরা ইউনিয়নের আটঘরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি ঢাকা মেইলকে নিশ্চিত করেছেন, হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুরজ্জামান। 


বিজ্ঞাপন


স্থানীয়রা জানান, হরিপুরের গেদুরা ইউনিয়নে চার বিঘা জমি নিয়ে দীর্ঘ দিন ধরে আটঘরিয়া গ্রামের মাহাতাব গং এর সাথে বেলডাঙ্গী গ্রামের  ইয়াসিন, নুরুল গংয়ের বিরোধ চলে আসছে। যা আদালতে মামলা চলছে। জমির মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আদালত ওই জমিতে ১৪৪ ধারা জারি করে। শুক্রবার(১১ এপ্রিল) আদালতের ১৪৪ ধারা ভঙ্গ করে জমি দখলের জন্য এলাকায় গেলে এক পর্যায়ে দু'পক্ষের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষ এবং অগ্নিসংযোগ করে বাড়ি ঘর ভাঙচুর ও লুটপাট করার ঘটনাও ঘটেছে। এতে দুপক্ষের কমপক্ষে ৫০ জন আহত হয়েছে। আহতরা ঠাকুরগাঁওয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। 

পরে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ঘটনাস্থলে গিয়ে দুপক্ষকে ছত্রভঙ্গ করে দিলেও পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় বিকেলে হরিপুর উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেন। 

সংবাদ পেয়ে হরিপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ও রানীশংকৈল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট। মোট চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

শুক্রবার রাত সাড়ে ৯টায় হরিপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার জয়নুল আবেদীন ঢাকা মেইলকে বলেন, দীর্ঘ কয়েকঘণ্টা চেষ্টা চালিয়ে আমরা দুই উপজেলার চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনি। এতে ১২ টি পরিবারের বাড়ি ঘরে অগ্নিসংযোগ করা হয়েছে। একেকটি পরিবারের ২-৩ টা করে ঘর পুড়ে গেছে। তাতে আনুমানিক ক্ষয়ক্ষতি হয়েছে ১২ লাখ টাকার মতো এবং আগুন নিয়ন্ত্রণে আনার ফলে উদ্ধার হয়েছে প্রায় ৪০ লাখ টাকা। 


বিজ্ঞাপন


হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) যাকারিয়া মণ্ডল জানান, দীর্ঘদিন ধরেই আটঘরিয়া গ্রামে জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। আদালত এর আগেও এই জমিতে ১৪৪ ধারা জারি করেছে। 

তিনি বলেন, আজ জমি দখল করতে গেলে মাহাতাব গং ও ইয়াসিন, নুরুল গংয়ের মধ্যে ব্যাপক সংঘর্ষ। এতে উভয় পক্ষের বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করে তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

এ বিষয়ে হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুরজ্জামান জানান, দুপক্ষের আক্রমণাত্মক অবস্থানে রয়েছে এবং চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় জানমালের ক্ষয়ক্ষতি আশঙ্কা রয়েছে। সে কারণে জানমাল রক্ষা ও শান্তিশৃঙ্খলা রক্ষার স্বার্থে গেদুড়া কিশমত এলাকা ও আটঘরিয়া বাজারে ১৪৪ ধারা জারি করা হয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই আদেশ জারি থাকবে। 

ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ইসরাত ফারজানা সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রতিনিধি/এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর