সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

হাতিয়া নিউ মার্কেটে ঈদ র‍্যাফেল ড্র অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি, হাতিয়া
প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৫, ০৯:৫০ পিএম

শেয়ার করুন:

হাতিয়া নিউ মার্কেটে ঈদ র‍্যাফেল ড্র অনুষ্ঠিত

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষ্যে হাতিয়া নিউ মার্কেটে ক্রেতা সাধারণের কেনাকাটায় উৎসাহিত করতে র‌্যাফেল ড্র’র টোকেন দেওয়া হয়েছিল। যা ঈদের পরে অনুষ্ঠিত হওয়ার কথা।  
শুক্রবার (১১ এপ্রিল) সন্ধ্যায় ক্রেতাদের সেই কাঙ্ক্ষিত র‌্যাফেল ড্র জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

মার্কেটের দ্বিতীয় তলায় র‌্যাফেল ড্র উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাতিয়া থানা তদন্ত ওসি খোরশেদ আলম। বিশেষ অতিথি ছিলেন- হাতিয়া সুপারমার্কেটের নবনির্বাচিত সভাপতি আমজাদ উদ্দিন সাফদার,সাধারণ সম্পাদক মিজানুর রহমান, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক ইকবাল উদ্দিন রাশেদ, নিউ মার্কেটের সাবেক সেক্রেটারি আব্দুল কাদেরসহ মার্কেট সমিতির সদস্যবৃন্দ।


বিজ্ঞাপন


অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নিউ মার্কেটের সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দিন। 

র‌্যাফেল ড্র তে আকর্ষণীয় প্রথম পুরস্কার ছিল একটি ফ্রিজ, দ্বিতীয় পুরস্কার একজোড়া কানের দুল, তৃতীয় পুরস্কার বাই সাইকেল। এক লাখ ৬০ হসজার টাকার মোট ৩০টি পুরস্কার সামগ্রী এতে অন্তর্ভুক্ত ছিল। র‌্যাফেল ড্র'র আহ্বায়কের দায়িত্বে ছিলেন- মার্কেটের ব্যবসায়ী মিরাজ উদ্দিন। 

আগত অতিথিবৃন্দ ও সর্বসাধারণের সামনে স্বচ্ছতার সঙ্গে একটি আনন্দঘন পরিবেশে উক্ত র‌্যাফেল ড্র অনুষ্ঠিত করতে পেরে মার্কেট কমিটি সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন। এবং সামনের দিকে এ ধরনের অনুষ্ঠান বা যে কোনো ভালো বিষয়ে সকলের সুপরামর্শ ও সহযোগিতা কামনা করেন। 

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর