ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। এই গণঅভ্যুত্থান কোনো রাজনৈতিক দল কিংবা ব্যক্তি বা একক কোনো প্রতিষ্ঠানের জন্য হয়নি। এই অভ্যুত্থান হয়েছে দল-মত নির্বিশেষে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে। কাজেই এই অভ্যুত্থানকে বিফল হতে দেওয়া যাবে না।
শুক্রবার (১১ এপ্রিল) সন্ধ্যায় মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় এসব কথা বলেন তিনি।
বিজ্ঞাপন
নুরুল হক নুর বলেন, দেশের ৫৩ বছরের রাজনীতিতে বহু সরকার এবং প্রধানমন্ত্রী দেখেছে জনগণ। নির্বাচনের আগে তারা আশা-আকাঙ্ক্ষা দেখালেও ক্ষমতায় গিয়ে সব ভুলে যায় বিজয়ীরা। মানুষ আর এই ধরনের রাজনীতি চায় না।
মানুষ দেশের উন্নয়ন চায়। কাজেই দেশের উন্নয়নের জন্য প্রয়োজনীয় সংস্কার প্রয়োজন। যে কারণে সংস্কার আর নির্বাচনকে মুখোমুখি না করার অনুরোধ জানান রাজনৈতিক দলগুলোর প্রতি।
সংস্কারের বিষয়ে তিনি বলেন, দেশের মানুষের উন্নয়নের জন্য নির্বাচিত সরকার যেমন প্রয়োজন। আবার সেটাকে দীর্ঘ মেয়াদি ও সুশৃঙ্খল করার জন্য সংস্কারও প্রয়োজন। রাজনৈতিক দলগুলোর জন্য আত্মশুদ্ধি ও আত্মসংযমের সময় এখন। সাধারণ মানুষের কাছে নিজেদের অবস্থান তুলে ধরার সময় এখন। কাজেই জাতীয় নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কারের জন্য উপযুক্ত সময় পর্যন্ত অপেক্ষা করার জন্য অনুরোধ জানান দেশের অন্যান্য রাজনৈতিক দলগুলোর প্রতি।
প্রতিনিধি/ এমইউ

