সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সিরাজগঞ্জে বাণিজ্য মেলা উদ্বোধন

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ
প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৫, ০৮:০১ পিএম

শেয়ার করুন:

সিরাজগঞ্জে বাণিজ্য মেলা উদ্বোধন

সিরাজগঞ্জে মাসব্যাপী এসএমই শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে সিরাজগঞ্জ পৌর শহরের বাজার স্টেশন (মুক্তির সোপানে) সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে সিরাজগঞ্জ শিল্প ও বাণিজ্য মেলা ফিতা কেটে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মো. সাইদুর রহমান বাচ্চু। 


বিজ্ঞাপন


এ সময় সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. হারুন অর রশিদ খান হাসান, সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম ইন্না, দৈনিক সিরাজগঞ্জ কন্ঠ সম্পাদক শফিক মোহাম্মদ রুমন, জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ, সিরাজগঞ্জ শিল্প ও বাণিজ্য মেলা ব্যবস্থাপনা পরিচালনা কমিটি মো. আলমগীর মাহমুদ আলম, মো. জাকির হোসেন প্রমুখ। 

উল্লেখ্য: এ মেলায় মিল্কভিটাসহ অংশ নিচ্ছে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল। এছাড়াও থাকবে একাধিক বিদেশি পণ্যার স্টল। মেলায় মধ্যে থাকছে ক্ষুদ্র ও কুটির শিল্পের স্টল, মনিপুরী তাঁতী শিল্প ও জামদানী বেনারসীর স্টল, মহিলাদের কসমেটিকস ও কাপড়ের বাহারী সামগ্রীর স্টল যেখানে নারীদের উন্নতমানের সাশ্রয়ী মূল্যে স্টলসহ মোট ৫০টি স্টল রয়েছে।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর