নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর যুক্তরাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় বর্বর ইসরাইলি বাহিনীর গণহত্যা বন্ধ এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা।
শুক্রবার (১১ এপ্রিল) বাদ জুমা পাবনা শহর শাখা ছাত্রশিবিরের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
হাতে হাতে ফিলিস্তিনি ও কালেমার পতাকা হাতে নিয়ে কয়েক হাজার নেতাকর্মী এতে অংশগ্রহণ করেন।
মিছিলটি পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে শুরু হয়। মিছিলটি মুজাহিদ ক্লাব হয়ে চাঁপা বিবি ওয়াকফ মসজিদের সামনে দিয়ে শহরে প্রবেশ করে। এসময় শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, বর্বর ইসরাইলি বাহিনী যেভাবে নারী ও শিশুদের ওপর হত্যাযজ্ঞ চালাচ্ছে, যে নিধনযজ্ঞ চালাচ্ছে তা কোনো মানুষের দ্বারা সহ্য করার কথা না। অথচ বিশ্বে যারা মানবাধিকার মানবাধিকার বলে মুখে ফেনা তুলে তারা নিশ্চুপ। যেন মুসলমানদের কোনো মানবাধিকার থাকতে নেই। কিন্তু তারা জানে না আমরা রসুলের উম্মত, খালিদ বিন ওয়ালিদ, ওমর, আবু বক্করের উত্তরসূরি। আমরা পরাজিত হইনি। শুধু আল্লাহর সাহায্যের অপেক্ষায় থাকি। ইনশাআল্লাহ আমরা ফিলিস্তিনি বিজয় করবোই।
সমাবেশে ইসলামী ছাত্রশিবিরের পাবনা শহর শাখার সভাপতি ফিরোজ হোসেন, জেলা সভাপতি ইসমাইল হোসেন, শহর শাখার সেক্রেটারি গোলাম রহমান, শহর শাখার দফতর সম্পাদক মুবাশ্বির রহমান, জেলা শাখার দফতর সম্পাদক আবুল বাশার প্রমুখ উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
প্রতিনিধি/ এজে

