ত্রিপুরাদের প্রধান সামাজিক উৎসব বৈসু উপলক্ষে বর্ণাঢ্য র্যালি হয়েছে।
শুক্রবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় খাগড়াছড়িতে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ আয়োজনে টাউনহল মাঠে বেলুন উড়িয়ে র্যালি উদ্বোধন করেন প্রধান অতিথি খাগড়াছড়ি ২০৩ পদাতিক রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসাস।
বিজ্ঞাপন
র্যালি টাউনহল থেকে শুরু করে শাপলা চত্বর ঘুরে মিলনপুর খাগড়াছড়ি বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ কার্যালয়ে গিয়ে শেষ হয়। র্যালিতে শত শত ত্রিপুরা নারী-পুরুষ তাদের ঐতিহ্যবাহী পোশাক ও গয়না পরে অংশগ্রহণ করেন।
র্যালি শুরুর আগে ত্রিপুরাদের ঐতিহ্যবাহী গরয়া নৃত্যসহ বিভিন্ন দলীয় নৃত্য পরিবেশন করা হয়।
বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের কেন্দ্রীয় কমিটির সভাপতি কমল বিকাশ ত্রিপুরার সভাপতিত্বে জেলা প্রশাসক এবিএম ইফতেখাররুল ইসলাম খন্দকার, পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, সদর জোন কমান্ডার লে. কর্নেল মো. খাদেমুল ইসলাম, জেলা প্রশাসকের স্থানীয় সরকার উপ-পরিচালক ও খাগড়াছড়ি পৌর প্রশাসক নাজমুন আরা সুলতান, জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা, প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টচার্য ও সাধারণ সম্পাদক এইচএম প্রফুল্ল, ত্রিপুরা কল্যাণ সংসদের নেতারা উপস্থিত ছিলেন।
খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসাস জানান, আজকে এখানে পাহাড়ি-বাঙালি সবাই মিলেমিশে অনুষ্ঠানটি উপভোগ করল। ঠিক এই রকম একটি অসম্প্রদায়িক খাগড়াছড়ি চাই।
বিজ্ঞাপন
প্রতিনিধি/ এমইউ

