নেত্রকোনার কেন্দুয়ায় পুকুরে ডুবে লাবিভা ইসলাম মোসসাফা (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার কান্দিউড়া ইউনিয়নের সল্পটেংগুরী গ্রামে এ ঘটনা।
বিজ্ঞাপন
মারা যাওয়া শিশুটি ওই গ্রামের মো. আবদুল লতিফের মেয়ে।
স্থানীয় ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, লাভিবা বৃহস্পতিবার সন্ধ্যার আগে তার বাবার পেছন পেছন বাড়ির সামনে পুকুর পাড়ে যায়। পরে তার বাবা শিশুটিকে সেখানে রেখে অন্য একটি পুকুর পাড়ে যান। একপর্যায়ে শিশুটি ওই পুকুরে পড়ে যায়। পরে তার বাবা স্থানীয়দের সহায়তায় শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন
আবদুল লতিফ বলেন, বাড়ির সামনে একটি পুরোনো পুকুরে পাশে একটি নতুন পুকুর রয়েছে। সেখানে আমি গেলে আমার মেয়ে লাভিবা পেছন পেছন পুকুরের কাছে যায়। আমি পুকুর থেকে একটু দূরে চলে যাই পেছনের দিকে আর লক্ষ্য করিনি। আমি মনে করেছি পুকুরের কাছ থেকে মেয়ে হয়ত বাড়িতে চলে গেছে। কিছুক্ষণ পর আবার পুকুরের পাশ দিয়ে বাড়িতে আসার সময় আমার মেয়েকে পুকুরের পানিতে ভাসতে দেখি।
বিজ্ঞাপন
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, মৃত্যু নিয়ে যেহেতু অভিযোগ নেই তাই আবেদনের প্রেক্ষিতে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
প্রতিনিধি/এসএস

