রাজশাহীর বাঘায় ভুট্টা গাছের পাতা কাটাকে কেন্দ্র করে এক যুবককে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার চকরাজাপুর আমবাগান এলাকায় এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আছাদুজ্জামান ঢাকা মেইলকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত যুবকের নাম মো. শফিকুল ইসলাম। তিনি আমবাগান এলাকার ফজল শেখ মুন্সির ছেলে।
ওসি আছাদুজ্জামান বলেন, ভুট্টা গাছের মাথা কাটাকে কেন্দ্র করে শফিকুল ইসলাম নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। আমরা ঘটনাটি নিয়ে কাজ করছি। মামলা প্রক্রিয়াধীন। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস

