কক্সবাজারের টেকনাফে গভীর সমুদ্রে অভিযান চালিয়ে ৫০ হাজার ইয়াবাসহ ৭ মাদক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড ও র্যাব।
আটক ব্যক্তিরা হলেন- টেকনাফের হ্নীলা ইউনিয়নের ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দার মোহাম্মদ ফারুক (২০), ওমর ফারুক (২৭), আরাফাত উল্লাহ (২৬), মোহাম্মদ আনিস (২৩), ফয়াজ উল্লাহ (২৭), মোহাম্মদ রফিক (২৬) ও আসাদ উল্লাহ (২৫)।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেল ৩টায় কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার মধ্যরাতে কোস্টগার্ড আউটপোস্ট শাহপরীর দ্বীপ এবং র্যাব-১৫ সিপিসি-১ এর যৌথ টেকনাফের ময়দানের ঘোলা সংলগ্ন সমুদ্র এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন একটি ইঞ্জিনচালিত কাঠের বোট সন্দেহজনক হলে থামানোর সংকেত দেওয়া হয়। তারা সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার সময় ঘণ্টাব্যাপী বোটটিকে পিছু ধাওয়া করে গভীর সমুদ্র থেকে আটক করা হয়।
পরে বোটে তল্লাশি চালিয়ে জালের ভেতর একটি বস্তায় বিশেষভাবে লুকানো অবস্থায় ৫০ হাজার ইয়াবাসহ ৭ জন মাদক পাচারকারী মাঝি মাল্লাকে আটক করা হয়।
বিজ্ঞাপন
তিনি বলেন, জব্দ করা ইয়াবা এবং আটক মাদক পাচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রতিনিধি/এসএস

