মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

হঠাৎ বৃষ্টিতে ফেনীতে স্বস্তির পরশ

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৫, ০৮:৪৬ পিএম

শেয়ার করুন:

হঠাৎ বৃষ্টিতে ফেনীতে স্বস্তির পরশ

টানা কয়েক দিনের দাবদাহের পর ফেনীতে স্বস্তির বৃষ্টির দেখা মিলেছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুর থেকে জেলার বিভিন্ন স্থানে বৃষ্টি হয়।

এর আগে, দুপুর ২টার থেকে আকাশে মেঘের আনাগোনা শুরু হয়। গুমোট গরমের মধ্যে হঠাৎ শুরু হয় ঝিরঝিরে বৃষ্টি, পরে যা পরিণত হয় টানা একপশলা ঝরায়।


বিজ্ঞাপন


feni_1

মুহুর্তে শহরজুড়ে নেমে আসে স্বস্তির পরশ। তবে শহরে বৃষ্টি হয়েছে খুবই অল্প সময়। আশপাশের কয়েকটি এলাকায় আকাশ এখনও মেঘলা আছে।

feni_2

এদিকে বৃষ্টি হওয়ায় কিছুটা স্বস্তি নেমেছে জনজীবনে। অনেকেই বৃষ্টি হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বস্তির কথা জানিয়েছেন। 


বিজ্ঞাপন


feni_3

শহরের জহিরিয়া মসজিদ এলাকায় পথচারী আবদুর রহমান ফারহান বলেন, খুব বেশি বৃষ্টি হয়নি। তবুও অনেক দিন পরে বৃষ্টির পানি পড়তেই যেন সব ক্লান্তি ধুয়ে গেছে। হঠাৎ বৃষ্টি হওয়ায় সঙ্গে ছাতা না থাকায় কিছুটা বিপাকে পড়তে হয়েছে। 

feni_4

হাসপাতাল মোড় এলাকায় এক রিকশাচালক বলেন, গরমে ঠিকভাবে রিকশা চালানো যাচ্ছিল না। গত কয়েকদিন খুব কষ্ট করেই ঘর থেকে বের হয়েছি। এখন শরীর হালকা লাগছে।

feni_5

আবহাওয়া অধিদফতর ফেনী কার্যালয়ের উচ্চমান পর্যবেক্ষক মো. মুজিবুর রহমান বলেন, পশ্চিমা লঘুচাপের প্রভাবে এ বৃষ্টি হয়েছে। আগামী ২৪ ঘণ্টা চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় মেঘলা আকাশ, বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আগামী কয়েকদিনে তাপমাত্রা কমার সম্ভাবনা কম বলে জানান এ কর্মকর্তা।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর