সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

 আম গাছের নিচে পড়ে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৫, ০৮:৪২ পিএম

শেয়ার করুন:

 আম গাছের নিচে পড়ে শিশুর মৃত্যু

গাইবান্ধা সদর উপজেলায় আম গাছের চাপায় পড়ে আনাছ রহমান (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল ) উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের সরকারতারী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত আনাছ রহমান সরকারতারী গ্রামের আরিফুর রহমানের ছেলে।

স্থানীয়রা জানায়, আরিফুর রহমান তার একটি আম গাছ বিক্রি করেন। সেই গাছটি কাটছিলেন ব্যাপারী। এ সময় গাছটি কাটা শেষ হলে মাটিতে পড়ার মুহূর্তে দৌড়ে আসেন আনাছ রহমান। এতে গাছের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায় সে।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর ইসলাম তালুকদার বলেন, গাছের নিচে পড়ে শিশু মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর