মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

পীরগাছা সরকারি কলেজ

অধ্যক্ষ হিসেবে পদায়ন পেলেন মৃত ব্যক্তি!

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৫, ০১:৩০ পিএম

শেয়ার করুন:

অধ্যক্ষ হিসেবে পদায়ন পেলেন মৃত ব্যক্তি!

এক বছর আগেই মারা গেছেন অধ্যাপক আব্দুল মুত্তালিব। অথচ মারা যাওয়া ব্যক্তি অধ্যাপক আব্দুল মুত্তালিবকে রংপুরের পীরগাছা সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়েছে।

মঙ্গলবার (৯ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ-সচিব মাহবুব আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সরকারি কলেজে অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে বদলি ও পদায়ন করা হয়। ওই তালিকায় ২৭ নম্বরে অধ্যাপক আব্দুল মুত্তালিবের নাম রয়েছে।


বিজ্ঞাপন


অন্যদিকে, পদায়নের ক্ষেত্রে অধ্যাপক আব্দুল মুত্তালিবকে রংপুর কারমাইকেল কলেজের ইতিহাস বিভাগের অধ্যাপক থেকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে ওসডি ও পীরগাছা কলেজে সংযুক্ত হিসেবে দেখানো হলেও মৃত্যুর আগ পর্যন্ত তিনি রাজশাহীর বানেশ্বর সরকারি কলেজে কর্মরত ছিলেন।

তিনি রংপুর কারমাইকেল কলেজে ইতিহাস বিভাগে অধ্যাপনা করেছিলেন। এরপর রাজশাহীর বানেশ্বর সরকারি কলেজে তিনি অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ২০২৩ সালের ১৬ ডিসেম্বর তিনি স্ট্রোক করে মারা যান। তিনি রাজশাহী জেলার নবাবগঞ্জের বাসিন্দা হলেও শহরের হেলেনাবাদে থাকার কারণে সেখানে তার জানাজা ও দাফন হয়েছে।

পীরগাছা সরকারি কলেজের অধ্যক্ষ এসএম আসাদুল ইসলাম বলেন, সদ্য অধ্যক্ষ হিসেবে পদায়ন পাওয়া বানেশ্বর সরকারি কলেজে কর্মরত অবস্থায় এক বছর আগে আব্দুল মুত্তালিব স্যার মারা গেছেন। মারা যাওয়ার পরও কিভাবে এই পদায়ন হলো আমরা বলতে পারছি না। তিনি একসময় রংপুর কারমাইকেল কলেজে ছিলেন। পরে তিনি রাজশাহীর বানেশ্বর সরকারি কলেজে অধ্যক্ষ হিসেবে চলে যান। সেখানে কর্মরত অবস্থায় স্ট্রোক করে বছরখানেক আগে তিনি মারা যান।

তিনি আরও বলেন, আমার নিজের ক্ষেত্রেও ভুল হয়েছে। আমাকে গাইবান্ধা সরকারি কলেজ থেকে অধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়েছে ফুলছড়ি সরকারি কলেজে। অথচ আমি গাইবান্ধা সরকারি কলেজ থেকে অনেক আগেই বদলি হয়ে পীরগাছা সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে কর্মরত আছি। আসলে তথ্য হালনাগাদ না থাকায় হয়তো এমনটি হয়েছে।


বিজ্ঞাপন


বানেশ্বর সরকারি কলেজের উপাধ্যক্ষ খোরশেদ আলম বলেন, ২০২৩ সালের ১৬ ডিসেম্বর বিজয় দিবসের অনুষ্ঠান শেষে অধ্যক্ষ আব্দুল মুত্তালিব স্যার অফিস সহকারীকে সকলকে নাস্তা দিতে বলেছিলেন। নাস্তায় একটি পরোটা খাওয়ার পর তিনি চেয়ারে হেলে পড়েন। পরে তাকে হাসপাতালে নিলে চিকিৎসক স্যারকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর এতদিন পর পীরগাছা কলেজে অধ্যক্ষ হিসেবে পদায়ন হয়েছেন শুনেছি। পদায়নের দায়িত্বে যারা ছিলেন তারা হয়তো বিষয়টি খেয়াল করেননি।

এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ রংপুর অঞ্চলের পরিচালক অধ্যাপক মো. আমির আলী বলেন, অধ্যাপক আব্দুল মুত্তালিবকে পীরগাছা সরকারি কলেজে পদায়ন করা হয়েছে। তিনি ওই কলেজে অধ্যক্ষ হিসেবে বদলির জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে আবেদন করেছিলেন। সেই আবেদনের প্রেক্ষিতে পদায়ন করেছে শিক্ষা বিভাগ।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর