মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

রাজবাড়ীতে ঐতিহাসিক ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, রাজবাড়ী
প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৫, ১২:১০ পিএম

শেয়ার করুন:

রাজবাড়ীতে ঐতিহাসিক ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

রাজবাড়ীর কালুখালী উপজেলার সাউরাইল ও পাট্টা ইউনিয়নে যুবসমাজ আয়োজিত ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ এপ্রিল) বিকেলে কালুখালী উপজেলার সাঁওরাইল কয়া মাঠে এ ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— রাজবাড়ী জেলা কৃষক দলের আহ্বায়ক মো. আইবুবুর রহমান আইয়ুব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— শাওরাইল ইউনিয়নের বিএনপির সাবেক সভাপতি মো. আলাউদ্দিন মোল্লা, বিএনপি নেতা আক্কাস আলী মোল্লা, কালুখালী উপজেলা কৃষক দলের নেতা আনিসুর রহমান মোল্লা।

অনুষ্ঠান পরিচালনায় ছিলেন— জিয়া সংঘ লাড়িবাড়ী কালুখালীর সাধারণ সম্পাদক মো. আসাদুর রহমান। সার্বিক পরিচালনায় ছিলেন বিএনপি নেতা মোহাম্মদ আবদুর রব।

দৌড় প্রতিযোগিতায় খুলনা, মাগুরা, নড়াইল, যশোর, কুষ্টিয়া, সিরাজগঞ্জ এবং নওগাঁর ২২টি ঘোড়া নিয়ে ঘোড় দৌড়বিদরা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতার শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয়কে পুরস্কার প্রদান করা হয়।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর