সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ব্রাহ্মণবাড়িয়ায় প্রবাসীর ছেলে অপহরণের ঘটনায় আটক ৯

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২৫, ০৯:৪৩ পিএম

শেয়ার করুন:

ব্রাহ্মণবাড়িয়ায় প্রবাসীর ছেলে অপহরণের ঘটনায় আটক ৯

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থেকে ভুয়া ডিজিএফআই পরিচয়ে প্রবাসীর ছেলেকে অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে ৯ অপহরণকারীকে আটকসহ অপহৃত যুবককে উদ্ধার করে যৌথ বাহিনী।

মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেলে যৌথ বাহিনী অভিযান চালিয়ে অপহৃত রিফাতকে ও ডিজিএফআই পরিচয় দেওয়া রেজাউল করিম রেজা ও খুলনা থেকে ৮ জনসহ মোট ৯ জনকে  আটক করেছে।


বিজ্ঞাপন


কসবা রেললাইনের পাশে সীমান্ত লাগোয়া স্থান থেকে অপহৃত রিফাত উদ্ধার ও ক্যাপ্টেন পরিচয় দেওয়া রেজাউল করিম রেজাকে আটক করা হয় এবং খুলনা থেকে অপহরণের সাথে জড়িত থাকা আরও ৮ জনকে আটক করা হয়। 

চাঞ্চল্যকর অপহরণের এ ঘটনা ঘটে সোমবার (৭ এপ্রিল) রাত ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নে। 

জানা যায়, লাউর ফতেপুরের সৌদি আরব প্রবাসী ব্যবসায়ী শহিদুল ইসলাম মালুর ছেলে রিফাত মিয়াকে (১৯)  নিজেদের ‘ডিজিএফআই’র সদস্য পরিচয় দিয়ে তারা তুলে নিয়ে যায় এবং পরদিন পরিবারের কাছ থেকে তিন কোটি টাকা মুক্তিপণ দাবি করে।

ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার এহতেশামুল হক সাংবাদিকদের জানান, অপহরণকৃত যুবককে উদ্ধার করা হয়েছে। ঘটনা সঙ্গে জড়িত  ৯ জনকে আটক করা হয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর