মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

৬ নেতাকে বহিষ্কারে শরণখোলা বিএনপির একাংশে ক্ষোভ ও প্রতিবাদ

জেলা প্রতিনিধি, বাগেরহাট
প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২৫, ০৯:২৩ পিএম

শেয়ার করুন:

৬ নেতাকে বহিষ্কারে শরণখোলা বিএনপির একাংশে ক্ষোভ ও প্রতিবাদ

বাগেরহাটের শরণখোলা উপজেলা বিএনপির আসন্ন সম্মেলনে সাধারণ সম্পাদক প্রার্থীসহ ছয় নেতাকে বহিষ্কার করায় ক্ষুব্ধ হয়েছে দলের একাংশ।

নিয়ম বহির্ভূত এই বহিষ্কারের প্রতিবাদে বুধবার (৯ এপ্রিল) দুপুরে শরণখোলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ক্ষুব্ধ নেতাকর্মীরা।


বিজ্ঞাপন


বহিষ্কারের শিকার সাউথখালী ইউনিয়ন বিএনপি নেতা শহিদুল ইসলাম লিটন লিখিত বক্তব্যে বলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম লাল ও সদস্যসচিব আনোয়ার হোসেন পঞ্চায়েত আসন্ন সম্মেলনে সভাপতি-সাধারণ সম্পাদক নির্বাচিত হতে পারবেন না জেনে নানা ষড়যন্ত্র শুরু করেছেন। যার ফলে আমাকেসহ (শহিদুল ইসলাম লিটন) উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থী বেল্লাল হোসেন মিলন, ধানসাগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সুমন সরদার, একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি সগির মাঝি এবং রায়েন্দা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মোল্লাকে বহিষ্কারের নোটিশ দিয়েছেন। এতে দলের একাংশের মধ্যে ব্যাপক ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

আরও পড়ুন

বরিশালে বিএনপির সম্মেলনে যুবদল কর্মীকে মারধর

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, অবিলম্বে গঠনতন্ত্র বিরোধী বহিষ্কার আদেশ প্রত্যাহার না করলে দলের মধ্যে চরম বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা রয়েছে। তাছাড়া জাতীয় নির্বাচনে ধানের শীষের নিশ্চিত বিজয়কে বাধাগ্রস্ত করবে। তাই দলের শৃঙ্খলা রক্ষায় জেলা ও কেন্দ্রীয় বিএনপিকে বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত সমাধানের দাবি জানাই। সংবাদ সম্মেলনে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের একাংশের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর