যশোরের চৌগাছায় ভ্রাম্যমাণ আদালত দুই ক্লিনিকে অভিযান চালিয়ে একটিকে তালাবদ্ধ এবং অপরটির এক চিকিৎসককে এক লাখ টাকা জরিমানা করেছেন।
বুধবার (৯ এপ্রিল) দুপুরে যশোরের সিভিল সার্জন ডা. মাসুদ রানার নেতৃত্বে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমিন জাহান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মু. আহসানুল মিজান রুমি, যশোরের এমওডিসি রেহেনাওয়াজ এই অভিযান পরিচালনা করেন।
বিজ্ঞাপন
দুপুরে ভ্রাম্যমাণ আদালত চৌগাছার মায়ের দোয়া ক্লিনিকে অভিযান চালায়। এ সময় ক্লিনিকের ওটির পরিবেশ খারাপসহ নানান অনিয়মে মায়ের দোয়া ক্লিনিককে তালাবদ্ধ করেন আদালত।
অপর দিকে একই সময়ে পল্লবী ক্লিনিকে ভ্রাম্যামাণ আদালত অভিযান চালায়। এ সময় সেখানে রোগী দেখার কাজে নিয়োজিত ডা. শেখর চন্দ্র দেবনাথের কাছে তার কাগজপত্র দেখতে চান। কিন্তু, কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে ভুয়া চিকিৎসক হিসেবে তিনি বিবেচিত হন এবং ওই ডাক্তারকে এক লাখ টাকা জরিমানা করেন আদালত।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমিন জাহান বলেন, নানান অনিয়মে দু’টি ক্লিনিকে অভিযান পরিচালিত হয়েছে, এই অভিযান অব্যাহত থাকবে।
প্রতিনিধি/ এমইউ

