ফিলিস্তিনের স্বাধীনতা ও ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে রাজশাহী কলেজে বিক্ষোভ করেছে ইসলামী ছাত্রশিবির। বুধবার (৯ এপ্রিল) দুপুরে রাজশাহী কলেজ চত্বরে অনুষ্ঠিত এই বিক্ষোভ কর্মসূচিতে ছাত্রশিবির নেতাকর্মীরা কলেজের প্রশাসনিক ভবনের ছাদে উঠে ফিলিস্তিন ও বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন।
কর্মসূচির অংশ হিসেবে তারা স্লোগান দিয়ে ফিলিস্তিনের স্বাধীনতা এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর বিচার দাবি করেন। এছাড়া, সংগঠনটির নেতারা বিশ্বনেতাদের ফিলিস্তিনে হামলা বন্ধ ও দেশটিকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করার আহ্বান জানান।
বিজ্ঞাপন
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান মাসুম, সেক্রেটারি মোসারফ হোসেন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মো. সাইনুল হকসহ অন্যান্য নেতাকর্মীরা।

নেতারা এও বলেন, ‘ইসলাম ধ্বংসাত্মক কর্মসূচী সমর্থন করে না, তাই দেশের কোথাও কোনো ভাঙচুর করা যাবে না। আমরা আশা করি, ফিলিস্তিন একদিন তার স্বাধীনতা অর্জন করতে সক্ষম হবে।’
প্রতিনিধি/একেবি

