মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আটপাড়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ 

জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২৫, ০১:৪১ পিএম

শেয়ার করুন:

আটপাড়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ 

নেত্রকোনার আটপাড়া উপজেলায় ১২ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৮ এপ্রিল) সন্ধ্যায় এই ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্র বলছে, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে অভিযুক্ত অন্তর মিয়া প্রতিবেশী ওই কিশোরীর ঘরে ঢুকে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় ওই কিশোরীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অন্তর মিয়া পালিয়ে যায়।


বিজ্ঞাপন


পরে, রাত ১টার দিকে ওই কিশোরীকে আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে  কর্তব্যরত চিকিৎসক, তাকে নেত্রকোনা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।  

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য (ইউপি) আজিজুল হক বলেন, ‘ঘটনার খবর পেয়ে আমি ভুক্তভোগীর বাড়িতে যাই। তার শরীর ও মুখমণ্ডলে আঘাতের চিহ্ন রয়েছে। অভিযুক্ত অন্তর মিয়া (২১) উপজেলার নারাচাতল গ্রামের রোকন মিয়ার ছেলে।

আটপাড়া থানার পরিদর্শক (তদন্ত) প্রদীপ কুমার চক্রবর্তী জানান, খবর পেয়ে হাসপাতালে গিয়ে মেয়ে ও তার পরিবারের সাথে কথা বলেছি। এ ঘটনায় এখনো অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযুক্তকে আটকের জন্য চেষ্টা হচ্ছে।

প্রতিনিধি/এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর