মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নড়াইলে মধ্যরাতে অভিযানে ১১ গাড়ি জব্দ, ৫৪ হাজার টাকা জরিমানা

জেলা প্রতিনিধি, নড়াইল
প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২৫, ১১:৩৯ এএম

শেয়ার করুন:

নড়াইলে মধ্যরাতে অভিযানে ১১ গাড়ি জব্দ,  ৫৪ হাজার টাকা জরিমানা

নড়াইলে মধ্যরাতে অভিযানে ১১ গাড়ি জব্দ করেছে সেনাবাহিনী। এসময় বিভিন্ন অপরাধে ১৪টি যানবাহনকে মামলার মাধ্যমে ৫৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) শহরের হাতির বাগান এলাকায় সন্ধ্যা থেকে মধ্য রাত পর্যন্ত চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় সেনাবাহিনী।


বিজ্ঞাপন


জানা যায়, পদ্মা ও মধুমতি সেতু চালুর পর থেকে দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্তত ছয়টি জেলার প্রধান ট্রানজিট রুট নড়াইল। নড়াইলের পথ ব্যবহার করে মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি ও দূরপাল্লার পরিবহনের মাধ্যমে মাদক ও অবৈধ পণ্য পরিবহন করে থাকেন অপরাধীরা।

পুলিশ জানায়, অভিযানে বাস, ট্রাক, ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেলসহ সব ধরনের যানবাহনে তল্লাশি চালান সেনাবাহিনী সদস্যরা। এ সময় তল্লাশি করে কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় জব্দ করা হয় ১১ মোটরসাইকেল। বিভিন্ন অপরাধে ১৪ যানবাহনকে মামলার মাধ্যমে জরিমানা করা হয় মোট ৫৪ হাজার টাকা। এছাড়াও বেনাপোল থেকে ঢাকাগামী পরিবহনে তল্লাশি চালিয়ে ভারতীয় অবৈধ্য সীসা তেল ৮৮ পিস ও ফেস ওয়াশ ২৮৮ পিস জব্দ করা হয়।

 


বিজ্ঞাপন


নড়াইল ট্রাফিক পুলিশের পরিদর্শক (প্রশাসন) কাজী হাসানুজ্জামান বলেন, রাতে যৌথ বাহিনীর অভিযানে কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় ১১ মোটরসাইকেল জব্দ করা হয় এবং বিভিন্ন অপরাধে ১৪ যানবাহনকে ৫৪ হাজার টাকার মামলা দেওয়া হয়েছে।

নড়াইল সেনাবাহিনী ক্যাম্প কমান্ডার মেজর এম এম জিল্লুর রহমানের তত্বাবধানে পরিচালিত এ অভিযানে জেলা ট্রাফিক বিভাগ ও নড়াইল সদর থানা পুলিশ সহযোগিতা করে।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর