মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে নরসিংদীতে গণধর্ষণের শিকার ২ স্কুলছাত্রী

জেলা প্রতিনিধি, নরসিংদী
প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২৫, ০৯:৪৪ এএম

শেয়ার করুন:

বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে নরসিংদীতে গণধর্ষণের শিকার ২ স্কুলছাত্রী

নরসিংদীর রায়পুরায় বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার হয়েছে ২ স্কুল শিক্ষার্থী। সোমবার (৭ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার চরআড়ালিয়া ইউনিয়নের বাঘাইকান্দী এলাকায় এই ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে বাঘাইকান্দী এলাকার কাইয়ুম (২১) ও মুন্না (২২) নামের দুই বন্ধুর সঙ্গে নৌকায় ঘুরতে যায় ভুক্তভোগী দুই শিক্ষার্থী। ঘোরাঘুরি শেষে, অর্থাৎ সন্ধ্যার দিকে, কাইয়ুম ও মুন্না তাদের নির্জন জায়গায় নিয়ে যায়। একপর্যায়ে তাদের সঙ্গে আরও ৬ জন মিলে তাদের ধর্ষণ করে। পরে তাদের সেখানেই ফেলে পালিয়ে যায় অভিযুক্তরা। ভুক্তভোগী শিক্ষার্থীরা বাড়িতে ফিরে বিষয়টি তাদের পরিবারের কাছে জানায়। 


বিজ্ঞাপন


ভুক্তভোগীর বাবা জানান, আমরা চেয়ারম্যানের কাছে বিচার চেয়েছি, চেয়ারম্যান বলেছেন বিচার করে দেবেন। আমরা বিচারের অপেক্ষায় আছি। থানা পুলিশি ঝামেলায় যেতে চাই না। তাছাড়া মেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছি। 

আরেক ভুক্তভোগীর বাবা জানান, রাতে বাড়ি ফিরে ঘটনা শুনেই আমি অজ্ঞান হয়ে যাই। ধর্ষণকারীরা প্রভাবশালী। আমরা তাদের সঙ্গে পারবো না। তাছাড়া মেয়েকে ভবিষ্যতে বিয়ে দেওয়ার বিষয়টি চিন্তা করে এলাকার চেয়ারম্যানের কাছে বিচার দিয়েছি। চেয়ারম্যান যে বিচার করবে, আমি তাই মেনে নিবো। আমি গরিব মানুষ, দিন আনি দিন খাই, থানা পুলিশ করার মতো সমর্থ্য আমার নেই। 

চরআড়ালিয়া ইউনিয়নের চেয়ারম্যান মাসুদা জামান সরকার বলেন, তারা আমাকে ঘটনাটি জানিয়েছে। আমি ঘটনা শুনেছি। সকল বিষয় চিন্তা করে আমি তদন্তের জন্য লোক পাঠিয়েছি। ঘটনার বিস্তারিত জেনে বিষয়টি নিয়ে এলাকার গণ্যমান্যদের নিয়ে বিচারে বসবো। 

ধর্ষণের ঘটনা গ্রাম আদালতে মীমাংসা যোগ্য কি না—জানতে চাইলে তিনি কোনো সদুত্তর না দিয়ে এড়িয়ে যান। এছাড়াও বিচারে বিলম্ব হলে ধর্ষণের আলামত নষ্ট হয়ে যাবে, তখন বিচার কীভাবে করবেন এ প্রশ্নের জবাবেও তিনি কোনো উত্তর দেননি। 


বিজ্ঞাপন


রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আদিল মাহমুদ বলেন, ধর্ষণের ঘটনা সম্পর্কে আমি অবগত নই। তাছাড়া কেউ থানায় কোনো লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

প্রতিনিধি/এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর