রাজশাহীর চারঘাটে মদ্যপানে অসুস্থ হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) দুই ঘণ্টার ব্যবধানে তারা মারা যান। তবে পরিবারের দাবি, গ্যাস্ট্রিকজনিত কারণে মৃত্যু হয়েছে তাদের।
বিজ্ঞাপন
নিহতরা হলেন—মাসুদ রানা (৩৫) ও নাদিম ইসলাম (২৮)। তাদের দুজনের বাড়ি উপজেলার নিমপাড়া ইউনিয়নে। মারা যাওয়া মাসুদ রানা নিমপাড়া ইউনিয়নের কালাম আলীর ছেলে এবং নাদিম নিমপাড়া ইউনিয়নের হাবিবপুর এলাকার শামসুল হকের ছেলে। চিকিৎসাধীন টনি নিমপাড়া ইউনিয়নের হাবিবপুর এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে। টনি নাটোরের বাগাতিপাড়া উপজেলা কৃষি অফিসে উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসাবে কর্মরত আছেন।
জানা গেছে, মাসুদ রানা ইসলাম সকাল সাড়ে ৭টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ও নাদিম ইসলাম হাসপাতালে নেওয়ার পথে ভোর সাড়ে ৫টার দিকে মারা যান। এ ঘটনায় মোহাম্মদ টনি (২৯) নামের আরও এক ব্যক্তি গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন আছেন।
বিজ্ঞাপন
চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, নিমপাড়া এলাকার দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থলে সব আলামত সংগ্রহ করেছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/টিবি

