গাইবান্ধায় ২০২০ থেকে ২০২৪ পর্যন্ত যন্ত্রসংগীত, চারুকলা, নৃত্যকলা, আবৃত্তি, আঞ্চলিক সৃজনশীল সংগঠন, যাত্রাশিল্প, লোকসংস্কৃতি, কণ্ঠসংগীত, ফটোগ্রাফী, চলচ্চিত্র, সৃজনশীল সংস্কৃতি গবেষক, নাট্যকলায় বিশেষ অবদান রাখায় ২৫ জন শিল্পীকে গুনীজন সম্মাননা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমেদের আন্তরিকতায় ও জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার কর্তৃক এই সম্মাননা প্রদান মাধ্যমে চমৎকার দৃষ্টান্ত স্থাপন করেছেন।
বিজ্ঞাপন
সম্মাননা হস্তান্তর করেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রখ্যাত নজরুল সংগীত শিল্পী ও সংস্কৃতিজন ফাতেমা তুজ জোহরা।
সম্মাননা প্রাপ্ত ব্যাক্তিরা হলেন- আসাদুজ্জামান খান, শেখ মাজেদুল আবেদীন অপু, স্বপন কুমার সাহা, একেএম রশিদুন্নবী পিটু, আলাল আহমেদ, রহিমা খানম ঝুমুর, জাকির হোসেন খান, ময়নুল হোসেন, ফজলুর রহমান, শেখ জিয়াউল করিম টিপু, রফিকুল হাসান স্বপন চৌধুরী, দেওয়ান দরছ আলী, রেজাউল আমিন আনিছ, তোজাম্মেল হক সরকার, দুলাল সরকার দোলন৷ সিরাজুল ইসলাম সোনা, বিষ্ণু কুমার, আশীষ কুমার সরকার, আবু বকর সিদ্দিক, গৌতমাশিষ গুহ সরকার, ডা. এজাজুল ইসলাম, মোকাদেচ্ছুর রহমান খাজা সুজন, ড. আতাউর রহমান, মোহাম্মদ আমিন, হানিফ বেলাল।
অনুষ্ঠানটিতে সঞ্চালনা করেন- সাংস্কৃতিক সংগঠক শিরীন আক্তার ও শফিকুল ইসলাম রুবেল। শিল্পীদেরকে সম্মাননা হিসেবে ফুল, উত্তরীয়, মেডেল ও সম্মানি অর্থ প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা শিল্পকলা একাডেমির সভাপতি ও গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ এবং জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আসাদুজ্জামান সরকারসহ অনেকে।
বিজ্ঞাপন
অনুষ্ঠানের শুরুতে জেলা শিল্পকলা একাডেমির নৃত্য শিল্পীরা আজি ঝর ঝর মুখর বাদল দিনে নৃত্য পরিবেশন করে এবং গানের তালে তালে অতিথিদের মঞ্চে নিয়ে যায়। পরে প্রধান অতিথিকে উত্তরীয় পরিধান করান গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ।
প্রতিনিধি/ এজে

