সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মাদারীপুরে গাঁজাসহ মাদককারবারি গ্রেফতার, তিন মাসের কারাদণ্ড

জেলা প্রতিনিধি, মাদারীপুর
প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২৫, ০৬:৪১ পিএম

শেয়ার করুন:

মাদারীপুরে গাঁজাসহ চোরাকারবারি গ্রেফতার, তিন মাসের কারাদণ্ড

মাদারীপুরের ধুরাইল ইউনিয়নে গাঁজাসহ একজন মাদক মাদককারবারি গ্রেফতার হয়েছে। তার নাম আক্তার ভান্ডারী (৪৬), যিনি সরদারকান্দি গ্রামের বাসিন্দা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের এসআই খন্দকার জাফর আহমেদ জানান, মঙ্গলবার ( ৮ এপ্রিল) সকালে সরদারকান্দি গ্রাম থেকে আক্তার ভান্ডারীকে ৩০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়, যেখানে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।


বিজ্ঞাপন


আক্তার ভান্ডারী আগেও মাদক চোরাকারবারের সঙ্গে জড়িত থাকার কারণে কয়েকবার গ্রেফতার হয়েছিলেন। তবে, জামিনে বেরিয়ে এসে পুনরায় মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন।

ধুরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান হাওলাদার জানান, ‘গ্রামবাসী মাদক চোরাকারবারিদের কারণে অত্যন্ত যন্ত্রণায় ভুগছে। মাদকবিরোধী সচেতনতা বাড়াতে আমরা একাধিক উঠোন বৈঠক করেছি।’

প্রতিনিধি/একেবি

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর