রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

পিরোজপুরে মৎস্য-তাঁতী লীগ নেতাসহ গ্রেফতার ৬

জেলা প্রতিনিধি, পিরোজপুর
প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২৫, ০৬:৩৬ পিএম

শেয়ার করুন:

পিরোজপুরে মৎস্য-তাঁতী লীগ নেতাসহ গ্রেফতার ৬

পিরোজপুরের কাউখালীতে বিশেষ অভিযান চালিয়ে মৎস্য ও তাঁতী লীগ নেতাসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ এপ্রিল) তাদের আদালতে সোপর্দ করা হয়।


বিজ্ঞাপন


গ্রেফতার ব্যক্তিরা হলেন- নাশকতার মামলার আসামি সুবিদপুর গ্রামের মজিবর রহমানের ছেলে উপজেলা মৎস্য লীগ সভাপতি মোস্তাফিজুর রহমান সুমন (৪৮), বেকুটিয়া গ্রামের শাখায়াত হোসেনের ছেলে পিরোজপুর জেলা তাঁতী লীগের সদস্যসচিব মিজানুর রহমান (৪৩)। 

কাউখালী থানার উপপরিদর্শক (এসআই) দীপক বালা জানান, শিয়ালকাঠি ইউনিয়নের শংকরপুর তালুকদার বাড়ির সামনে পাকা রাস্তা থেকে ইয়াবাসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

তারা হলেন- শংকরপুর গ্রামের মহারাজ তালুকদারের ছেলে জুবায়ের আহমেদ (২২), মোতালেব হালদারের ছেলে মাসুদ রানা (২৫), বরিশাল সদরের দক্ষিণ আলেকান্দা গ্রামের ফরহাদ হোসেনের ছেলে ফেরদৌস হাসান (২০) এবং বরিশাল সদরের কাজীপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে রিফাত হোসেন (২২)।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান বলেন, বিশেষ অভিযানে ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে চারজনের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা করা হয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর