ফিলিস্তিনে ইজরাইলের বর্বর হামলার প্রতিবাদে পঞ্চগড়ে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচী করেছে জেলা ছাত্রদল।
মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুর ১২টায় মকবুলার রহমান সরকারি কলেজে এ অবস্থান কর্মসূচী পালন শেষে একই স্থান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে তা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পঞ্চগড় চৌরঙ্গী মোড়ে এসে শেষ হয়।
বিজ্ঞাপন
অবস্থান ও বিক্ষোভ মিছিলে জেলা ছাত্রদলের ব্যানারে পঞ্চগড় পৌর, মকবুলার রহমান সরকারি কলেজে ও সদর উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দরা অংশ নেয়।
এ সময় তারা বিভিন্ন স্লোগানে মুখরিত করে তোলে পথঘাট। বাংলাদেশের জাতীয় পতাকা ও দলীয় পতাকার সাথে ফিলিস্তিনের পতাকা ও বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে মিছিলে অংশ নেয় অনেকে।
পরে চৌরঙ্গী মোড়ে পথসভায় বক্তব্য রাখেন পঞ্চগড় জেলা ছাত্রদলের সভাপতি তারেকুজ্জামান তারেক, সাধারণ সম্পাদক, রোকনুজ্জামান জাপান, সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা প্রমুখ।
এ সময় বক্তারা জানান, ফিলিস্তিনে নির্বিচারে হামলা হলেও জাতিসংঘ ও ওআইসিসহ বিশ্ব সংগঠনের কারো তেমন কোন ভূমিকা নেই। এমনকি কিছু ইসলামী দেশের নীরব ভূমিকা সবাইকে বিস্মিত করেছে। শিশু নারী ও বৃদ্ধ নির্বিচারে মানুষ হত্যা করছে ইসরায়েল। ধর্মীয় প্রতিষ্ঠান এমনকি হাসপাতালেও হামলা করে মানুষ হত্যা করছে তারা। ফিলিস্তিনে হামলা বন্ধ না করা হলে বিশ্বের দুই কোটি মুসলিম প্রতিরোধ গড়ে তুলবে বলেও হুশিয়ারি দেন তারা। একই সঙ্গে ইসরায়েলের সকল পণ্য বর্জন করার অঙ্গীকার করেন তারা।

