রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

ফতুল্লায় দেয়াল ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু, হাসপাতালে ৩

জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২৫, ০৭:৫২ এএম

শেয়ার করুন:

loading/img

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ডাইং কারখানার নির্মাণাধীন ইটিপি প্ল্যান্টের দেয়াল ধসে আশরাফুল ইসলাম (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিন শ্রমিক।

সোমবার (৭ এপ্রিল) বিকেলে সদর উপজেলার দাপা ইদ্রাকপুর এলাকায় ফতুল্লা ইউনিয়ন পরিষদ কার্যালয় সংলগ্ন দীপ্তি ডাইং কারখানায় এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


আহতরা হলেন— রাকিব (১৫), হৃদয় (১৮) ও সোহেল (৩৫)। তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

কারখানায় কর্মরত শ্রমিকরা জানান, কারখানা মালিকপক্ষ মেশিন অপারেটরের কাজে নিয়োজিত সাধারণ শ্রমিকদের দিয়ে ইটিপি প্লান্টের দেয়াল নির্মাণের কাজ করাচ্ছেন। সোমবার বিকেলে ৭/৮ জন মেশিন অপারেটর শ্রমিক সেই প্লান্টের কাজ করার সময় নির্মাণাধীন দেয়াল ধসে পড়ে। এসময় দেয়ালের নিচে চাপা পড়ে আশরাফুল ইসলাম নামে এক শ্রমিক ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হন রাকিব, হৃদয় ও সোহেল নামে আরও তিন শ্রমিক। পরে অন্যান্য শ্রমিকরা হতাহতদের শহরের ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে যান।

নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অপু কুমার সাহা বলেন, বিকেলে ফতুল্লা থেকে একজনকে মৃত ও তিনজনকে আহত অবস্থায় আনা হয়। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহত শ্রমিক ও তাদের স্বজনদের অভিযোগ, ডাইং মালিকপক্ষ সাধারণ শ্রমিকদের দিয়ে ইপিটি প্লান্টের মতো জটিল প্রকল্পের নির্মাণ কাজ করানোর কারণে এই দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার দাবি করেন তারা।


বিজ্ঞাপন


ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম বলেন, দেয়ালের নিচে চাপা পড়ে এক শ্রমিক নিহত ও তিন শ্রমিক আহত হওয়ার খবর পেয়ে ফতুল্লা থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পরে নিহত শ্রমিক আশরাফুলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন