সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ঢাকা

বাগেরহাটে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি, বাগেরহাট
প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২৫, ০৭:৪২ পিএম

শেয়ার করুন:

loading/img

বাগেরহাটের শরণখোলায় পানিতে ডুবে আব্দুল্লাহ (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (৭এপ্রিল) দুপুরে উপজেলার মালিয়া রাজাপুর গ্রামে এ হৃদয় বিদারক ঘটনাটি ঘটে।


বিজ্ঞাপন


নিহত আব্দুল্লাহ উপজেলার মালিয়া রাজাপুর গ্রামে মো. কিবরিয়া হাওলাদারের ছেলে।শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও )ডা. আশফাক হোসেন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, শিশুটি বাড়ীর উঠানে খেলা করছিলেন।পরিবারের লোকজনের অগোচরে বাড়ির উঠানে খেলতে খেলতে পাশের পুকুরে পড়ে যায় শিশুটি।পরে শিশুটিকে বাড়ীর উঠানে না দেখে সন্দেহ হওয়ায় পুকুরে তল্লাশি করে পরিবারের লোককজন আব্দুল্লাহকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শরণখোলা থানার ওসি মো. শহীদুল্লাহ বলেন, পানিতে ডুবে শিশুর মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন