বাগেরহাটের চিতলমারীতে মাইশা টাওয়ার নামের একটি বাণিজ্যিক ভবনে ভয়াবহ আগুনের ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলা সদরের ওই ভবনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের ঘটনায় আতঙ্কিত হয়ে পাঁচতলা থেকে নামার সময় অনিতা কির্তুনিয়া (৫৫) নামে এক গৃহকর্মী নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিজ্ঞাপন
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদাৎ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে ২য় বা ৩য় তলা থেকে আগুনের সূত্রপাত ঘটে এবং মুহূর্তের মধ্যে তা পুরো ভবনের ৫ তলার সব ইউনিটে ছড়িয়ে পড়ে। পাঁচতলা বিশিষ্ট এই বাণিজ্যিক ভবনটিতে সোনালী ব্যাংক, কৃষি ব্যাংক, আলফা লাইফ ইন্স্যুরেন্স, সুস্বাস্থ্য পরিচর্যা ক্লিনিক, আরএফএল মার্কেটসহ বেশ কয়েকটি দোকান ও শোরুম রয়েছে। ফলে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মাঝে।
খবর পেয়ে চিতলমারী, টুঙ্গীপাড়া,বাগেরহাট ও খুলনা ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় চিতলমারী ফায়ার সার্ভিসের একজন সদস্য আহত হন। এ ছাড়াও চিতলমারী সেনাবাহিনী ও পুলিশ বাহিনীও অগ্নি নির্বাপণে অংশ নেয়।
পাঁচতলা ভবনটিতে সোনালী ব্যাংক, কৃষি ব্যাংক, ব্যাংক এশিয়াসহ চারটি ব্যাংকের শাখা, বিভিন্ন কোম্পানির শোরুম এবং ওপরতলায় একটি বাসাবাড়ি রয়েছে।
খুলনা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবুবকর জামান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ঘটনার তদন্ত চলছে।
বাগেরহাটের জেলা প্রশাসক (ডিসি) আহমেদ কামরুল আহসান বলেন, আমি ঘটনাস্থলে রয়েছি। আগুন এখন নিয়ন্ত্রণে রয়েছে। ব্যাংকগুলো মোটামুটি অক্ষত রয়েছে। তবে এক নারীর মৃত্যু হয়েছে। আগুন নির্বাপণ ও উদ্ধার কাজে সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দারা কাজ করছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ণয় করা সম্ভব হয়নি।
প্রতিনিধি/এসএস