বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ঢাকা

‘বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য লালায়িত নয়’

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২৫, ১০:৪৮ পিএম

শেয়ার করুন:

loading/img

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি হারুনুর রশীদ বলেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য লালায়িত নয়, তবে দলটি জনগণের ভোটে গণতান্ত্রিক উপায়ে দেশ পরিচালনার জন্য নির্বাচনের দাবি জানাচ্ছে।

শনিবার (৫ এপ্রিল) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌরপার্কে নির্বাচন ও সংস্কারের রোডম্যাপের দাবি এবং ঈদ পুনর্মিলনী উপলক্ষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।


বিজ্ঞাপন


 হারুনুর রশীদ বলেন, ‘আমরা নির্বাচনের কথা বারবার বলছি, ক্ষমতায় যাওয়ার জন্য নয়। আমরা জানি, ২০১৮ সালে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি বিপুল ভোটে বিজয়ী হয়ে ক্ষমতায় যেত।’
 
তিনি বলেন, ‘এখনও মাঠে আছি ধৈর্য ধারণ করে। গোটা জাতি তাকিয়ে আছে নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপের জন্য। এটা করা না হলে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটিকে অনুরোধ করবো, দেশব্যাপী কর্মসূচি ঘোষণার।’

সাবেক এ এমপি দাবি করেন, ‘গণতন্ত্রবিহীন দেশ চলতে পারে না, গণতন্ত্রের বাইরে দেশ চলতে পারে না। জামায়াতকে নিয়ে যে অভিযোগ উঠেছে, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র কেন? জামায়াতের কর্মীরা বিভিন্ন জায়গায় লুটপাটে লিপ্ত হয়ে গেছে।’
 
হারুনুর রশীদ আরও বলেন, ‘বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে কেন? জাতীয়তাবাদী শক্তি যেন ক্ষমতায় আসতে না পারে, সে জন্যই ষড়যন্ত্র চলছে।’
 
সমাবেশে জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মো. নজরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন - বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-মানবাধিকার বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া, সদর উপজেলার পরিষদের সাবেক চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, জেলা যুবদলের আহ্বায়ক তবিউল ইসলাম তারিফ, বিএনপির নেতা আমিনুল ইসলাম মতি প্রমুখ।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন