ফরিদপুরের বোয়ালমারীতে আলফাডাঙ্গা থানার এক বিস্ফোরক মামলায় মো. সাব্বির হোসেন (৩৫) নামে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৫ এপ্রিল) দুপুরে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ এ বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
সাব্বির বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ও দাদপুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জাফর সরদারের ছেলে।
থানা সূত্রে জানা গেছে, গত ১৮ জানুয়ারি জেলার আলফাডাঙ্গা থানায় আওয়ামী লীগের ১৭০ নেতাকর্মীর নামে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন আলফাডাঙ্গা পৌর সদরের বুড়াইচ এলাকার ইদ্রিস সর্দারের ছেলে বিএনপির সমর্থক লাভলু সর্দার। এ মামলায় আড়াই থেকে তিন হাজার ব্যক্তিকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
শুক্রবার (৪ এপ্রিল) গভীর রাতে বোয়ালমারী থানা পুলিশ ও আলফাডাঙ্গা থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি সাব্বির হোসেনকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। আজ শনিবার (৫ এপ্রিল) সকালে তাকে আলফাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়।
বিষয়টি নিশ্চিত করে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, আলফাডাঙ্গা থানার বিস্ফোরক মামলায় আসামি সাব্বির হোসেনকে গ্রেফতার করা হয়েছে। এ যুবলীগ নেতাকে শনিবার দুপুরে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/ এমইউ