বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ঢাকা

থানা থেকে পালিয়েও হলো না শেষ রক্ষা

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার
প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২৫, ০৭:৫৫ পিএম

শেয়ার করুন:

loading/img

মৌলভীবাজারের কুলাউড়ায় চুরি-ছিনতাইয়ের ঘটনায় জড়িত সন্দেহে আটক নয়ন (২৬) নামের এক তরুণ পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে থানা থেকে পালিয়েও শেষ রক্ষা হলো না।

পালানোর ৪ ঘণ্টার মধ্যে পুলিশের অভিযানে তাকে ফের আটক করা হয়। পরে তার বিরুদ্ধে থানা থেকে পালানোর মামলা দায়ের করে তাকে কারাগারে প্রেরণ করা হয়।


বিজ্ঞাপন


গতকাল শুক্রবার (৪ এপ্রিল) ঘটনাটি ঘটেছে।

নয়নের বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার জগন্নাথপুর এলাকায়। তিনি শ্রীমঙ্গল পৌর শহরের মুসলিমবাগে একটি বাসায় ভাড়া থাকতেন।

শনিবার (৫ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার।

পুলিশ সূত্রে জানা গেছে, কুলাউড়া পৌর শহরে চুরি-ছিনতাইয়ের ঘটনায় জড়িত সন্দেহে গতকাল দুপুরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নয়নসহ তিনজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাদের শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সেবা কক্ষে আটকে রাখা হয়েছিল। সন্ধ্যা সোয়া ৬টার দিকে আটক নয়ন প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার কথা জানান। ওই কক্ষের বাইরে দায়িত্বে থাকা নারী কনস্টেবল দরজা খুলে দিলে নয়ন তাকে ধাক্কা মেরে দৌড়ে পালিয়ে যান। এরপর নয়নকে আটকের জন্য বিভিন্ন স্থানে অভিযান শুরু করে পুলিশ। পরবর্তীতে রাত সাড়ে ১০টার দিকে কুলাউড়া জংশন রেলস্টেশনের একটি পরিত্যক্ত বগির ভেতরে তাকে পাওয়া যায়। সেখান থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়।


বিজ্ঞাপন


কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার বলেন, নয়নের বিরুদ্ধে মৌলভীবাজার সদর ও শ্রীমঙ্গল থানায় ৫টি মামলা রয়েছে। থানা থেকে পালানোর অপরাধে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং আজ দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন