ইংরেজিতে অনর্গল কথা বলে আলোড়ন সৃষ্টি করেছেন দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার হরিশ্চন্দ্রপুর গ্রামের সুধীর চন্দ্র রায় ও রাধা রানী রায়ের ছেলে হৃদয় চন্দ্র রায়।
এ ভাষায় সাবলীলভাবে কথা বলায় এলাকার মানুষের কাছে ও নেট দুনিয়ায় এখন ‘ইংলিশ ম্যান’ নামে পরিচিত তিনি।
বিজ্ঞাপন
ইংরেজি ভাষায় কথা বলে সোশ্যাল মিডিয়ায় ব্লগ তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন নেটিজেনদের। বিস্ময় জাগিয়েছেন নিজের গ্রামের মানুষদেরও।
হৃদয় রায়ের পড়ালেখার সৌভাগ্য হয়নি নামি-দামি স্কুল বা কলেজে। প্রাতিষ্ঠানিকভাবে নেই কোনো প্রশিক্ষণও। তারপরও সবার কাছে পরিচিত হয়ে উঠেছেন ‘ইংলিশ ম্যান’ হিসেবে। ফেসবুক আর ইউটিউবের কল্যাণে দিনাজপুরের বোচাগঞ্জের এই তরুণ এখন আন্তর্জাতিক প্ল্যাটফরমে কাজ করছেন।
অর্থের অভাবে থেমে গেছে তার পড়ালেখা। সেতাবগঞ্জ সরকারি কলেজ থেকে ২০২০ সালে এইচএসসি পাস করেন তিনি। এর পরে আর পড়ালেখা করা হয়নি তার। নিজের ট্রাকে ও এলাকার লোকদের সঙ্গে কাজ করতে করতে ইংরেজিতে কথা বলার পারদর্শিতা ও সোশ্যাল নেটওয়ার্কে ইংরেজিতে কনটেন্ট বানিয়ে এলাকায় হইচই ফেলে দিয়েছেন হৃদয়।
হৃদয় চন্দ্র রায় ঢাকা মেইলকে বলেন, আমার ছোট থেকেই ইচ্ছে ছিল ইংরেজিতে অনর্গল কথা বলার। তখন থেকেই আমি ইংরেজি চর্চা শুরু করি এবং যেখানেই যাই সেখানে সবার সঙ্গে ইংরেজিতে কথা বলার চেষ্টা করি।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, আমি ফেসবুকে এক দিন দেখি একটা মেয়ে ইংরেজিতে কনটেন্ট বানাচ্ছে। তাকে দেখে আমিও ২০২৫ সালের শুরু থেকে ইংরেজিতে কনটেন্ট তৈরি করি এবং ভালো সাড়া পাই। বর্তমানে আমি ৭০ জনকে অনলাইনে ইংরেজি পড়ানোর চেষ্টা করেছি।
এ বিষয়ে সেতাবগঞ্জ সরকারি কলেজের ইংরেজি প্রভাষক মো. নিজামুল হক সিপন ঢাকা মেইলকে বলেন, ‘হৃদয় সেতাবগঞ্জ সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেছেন। তার ইংরেজির প্রতি অনেক আগ্রহ রয়েছে। কিছু দিন ধরে আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হৃদয়ের ইংরেজি কনটেন্ট দেখেছি। তার এই জ্ঞানের চর্চা দেখে আমার অনেক ভালো লেগেছে। আমি হৃদয়ের এই প্রচেষ্টাকে সাধুবাদ জানাই।’
প্রতিনিধি/ এমইউ