বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ঢাকা

নীলফামারীতে শিশুকে যৌন হয়রানির অভিযোগ 

জেলা প্রতিনিধি, নীলফামারী
প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২৫, ০৫:৪০ পিএম

শেয়ার করুন:

loading/img

নীলফামারীর ডোমারে শিশু শ্রেণীতে পড়ুয়া পাঁচ বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তি জোড়াবাড়ী ইউনিয়নের বেতগাড়া ডাক্তার পাড়া এলাকায় ডাবলু (৬০) নামের একজন মাংস ব্যবসায়ী।

শনিবার (৫ এপ্রিল) বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ স্থানীয়দের মাঝে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। স্থানীয়দের অভিযোগ ডাবলু দীর্ঘদিন ধরে নারী ঘটিত কেলেঙ্কারির সঙ্গে জড়িত। তবে শুক্রবার রাতে পাঁচ বছর বয়সী শিশুকে যৌন হয়রানির ঘটনাটির সত্যতা রয়েছে বলে জানান তারা।


বিজ্ঞাপন


শিশুর স্বজনেরা জানান, অভিযুক্ত ব্যক্তি নিজ বাড়িতে ডেকে নিয়ে শিশুটির প্রতি অনৈতিক আচরণ করেন। শিশুটির মা বলেন, ডাবলু অর্থের বিনিময়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এ বিষয়ে ডাবলুর সঙ্গে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করে বন্ধ পাওয়া যায় তার মোবাইল ফোনটি। তবে তার ছেলে, জোড়াবাড়ি ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মাহমুদ রিপন বলেন, 'ঘটনাটি সম্পূর্ণ ভিত্তিহীন। আমাদের রাজনৈতিক ভাবমূর্তি নষ্ট করতে উদ্দেশ্যমূলকভাবে এই অভিযোগ আনা হয়েছে।'

এদিকে ইউপি সদস্য জাহিরুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। তবে এটি খুব জটিল কিছু নয়। শিশুটির গায়ে হালকা হাত দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।’

বিষয়ে জোড়াবাড়ী ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান মো. আলম জানান, অনেকেই বলতেছে এটি তিন থেকে ৪দিন আগের ঘটনা আমি এ বিষয়ে কিছু জানিনা বৈশম্য বিরোধী ছাত্ররা এসে আমাকে ফোন দিয়েছিল এর পর সেখানে গিয়ে আমি শুনি কেউ বলে মিথ্যা কেউ বলে সত্য আমি এ বিষয়ে কিছু বলতে চাইনা।


বিজ্ঞাপন


ডোমার থানার দ্বায়ীত্বপ্রাপ্ত কর্মকর্তা এস আই শৈলেন বলেন এখন পর্যন্ত এ রকম কোন অভিয়োগ আমার কাছে আসেনি তাই এ বিষয়ে কিছু বলতে পারছি না। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন