বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ঢাকা

ডোবা থেকে নারীর অর্ধগলিত লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি, বরিশাল
প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২৫, ০৫:৪০ পিএম

শেয়ার করুন:

loading/img

বরিশাল নগরীর একটি ডোবা থেকে অজ্ঞাতনামা নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (৫ এপ্রিল) দুপুরে ২৯ নম্বর ওয়ার্ডের ইছাকাঠি এলাকার আবহাওয়া অফিসের পেছনে সিকদার বাড়ির ডোবা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। 


বিজ্ঞাপন


এ বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার সাব-ইন্সপেক্টর (এসআই) মহিউদ্দিন। 

তিনি বলেন, ডিএনএ টেস্ট করার পর পরিচয় শনাক্ত করা যাবে।

স্থানীয়রা বলেন, দুপুরে ডোবার মধ্যে লাশটি ভাসতে দেখেন স্থানীয়রা। এরপর স্থানীয়রা বিষয়টি থানায় জানান। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে নিয়ে গেছে।

এসআই মহিউদ্দিন জানান, লাশটি উদ্ধার করে শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মরদেহটি অর্ধগলিত হওয়ায় পরিচয় শনাক্ত করা যায়নি। এ ঘটনায় আইন কার্যক্রম চলমান রয়েছে বলে জানান তিনি।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর