বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ঢাকা

নোয়াখালীতে শিশু ধর্ষণ: পরিবারের পাশে জাতীয়তাবাদ আইনজীবী ফোরাম

জেলা প্রতিনিধি, নোয়াখালী
প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২৫, ০১:৫৯ পিএম

শেয়ার করুন:

loading/img

নোয়াখালীর কবিরহাট উপজেলায় শিশু ধর্ষণের ঘটনায় জাতীয়তাবাদ আইনজীবী ফোরাম সরেজমিন পরিদর্শন শেষে সংবাদ সম্মেলন করেছেন।

শনিবার (৫ এপ্রিল) সকালে নোয়াখালী আইনজীবী সমিতির অডিটোরিয়ামে সংবাদ সম্মেলন করেন আইনজীবী ফোরামের সদস্য সচিব অ্যাড. নুরুল আমিন।


বিজ্ঞাপন


সংবাদ সম্মেলনে অ্যাডভোকেট রবিউল হাছান পলাশ জানান, নোয়াখালী জেলার কবিরহাট থানায় জমজ বোনদের ধর্ষণের ঘটনা বিভিন্ন গণমাধ্যমে নিউজ প্রকাশিত হয়। যেটি আমাদের নেতা তারেক রহমানের দৃষ্টিগোচর হয়েছে। আমরা উনার নির্দেশে ৭ সদস্যের একটি কমিটি গঠন করে ঘটনাস্থল পরিদর্শন করি।

thumbnail_1000201738

ঘটনাস্থল পরিদর্শন শেষে আমরা ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহযোগিতা করেছি। তাদেরকে পূর্ণাঙ্গ আইনি সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছি। যেন পরিবারটি সর্বোচ্চ ন্যায় বিচার পায়। অপরাধীর যেন দৃষ্টান্তমূলক সাজা হয় সে বিষয়ে একমত হয়েছি। নোয়াখালী জেলা আইনজীবী সমিতি এ ঘটনায় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

আরও পড়ুন

কচুয়ায় ৬ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার ১

এসময় উপস্থিত ছিলেন, নোয়াখালী আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. আমিরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক অ্যাড. আবদুল হক, আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. কাজী কবির, নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনালের পিপি মোনাক্কের বাহার, জাতীয়তাবাদ কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রবিউল হাছান পলাশ, অ্যাড. আবদুল জলিল মিজান প্রমুখ।

প্রতিনিধি/এসএস 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর