সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নামাজে যাওয়ার সময় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধ নিহত

জেলা প্রতিনিধি, চাঁদপুর
প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২৫, ১১:৩০ এএম

শেয়ার করুন:

নামাজে যাওয়ার সময় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধ নিহত

চাঁদপুরের হাজীগঞ্জে মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় দ্রুতগামী সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হয়ে মো. নুরুল ইসলাম (৮৫) নামে বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৪ এপ্রিল) এশার নামাজের সময় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের দেবপুর গোগরা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃদ্ধ নুরুল ইসলাম হাজীগঞ্জ উপজেলার দেবপুর গোগরা গ্রামের শেখ বাড়ির মৃত গফুর শেখের ছেলে।

স্থানীয়রা জানায়, ওই বৃদ্ধ এশার নামাজ পড়ার উদ্দেশ্যে ঘটনাস্থল দিয়ে রাস্তা পার হয়ে যাচ্ছিলেন। ওই সময় হাজীগঞ্জ থেকে আসা চাঁদপুরগামী সিএনজিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়। ঘটনাস্থল থেকে ওই বৃদ্ধকে স্থানীয় লোকজন উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সৈয়দ আহমেদ কাজল বলেন, ওই বৃদ্ধকে হাসপাতালে আনার আগেই তিনি মারাগেছেন।

চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. বাহার মিয়া বলেন, আইনি ব্যবস্থা গ্রহণের পর বৃদ্ধের মরদেহ হস্তান্তর করা হবে।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর