বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ঢাকা

বরগুনায় অভিযানে নারী মাদক কারবারি গ্রেফতার

জেলা প্রতিনিধি, বরগুনা
প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২৫, ০৯:২৭ এএম

শেয়ার করুন:

loading/img

স্বামী মনির সিকদার ও স্ত্রী নিরু বেগম এলাকাজুড়ে তৈরি করেছিলেন মাদকের সম্রাজ্য। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে তৈরি করেছিলেন মাদকের শক্তিশালী নেটওয়ার্ক। অবশেষে গভীর রাতে পুলিশের একটি চৌকস দলের হাতে মাদক সম্রাজ্ঞী নিরু বেগম গ্রেফতার হলেও সুকৌশলে পালিয়ে যায় স্বামী মনির সিকদার।

শুক্রবার (৪ এপ্রিল) গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবদুল হালিম। জানা গেছে, নিরু বেগম একাধিক মাদক কারবারি মামলার আসামি।


বিজ্ঞাপন


গতকাল বৃহস্পতিবার (৩ এপ্রিল) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে সদর উপজেলার ২ নম্বর গৌরীচন্না ইউনিয়নের খাজুরতলা এলাকা থেকে নিলু খানকে গ্রেফতার করেছে বরগুনা থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, সদর উপজেলার খাজুরতলা এলাকায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে মাদকের কারবার করে আসছিলেন কুখ্যাত মাদক কারবারি মনির সিকদার ও স্ত্রী নিরু বেগম। গোপন সংবাদ পেয়ে বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে ওই মাদক কারবারির বাড়িতে অভিযান চালায় বরগুনা থানা পুলিশ। এসময় স্বামী মনির সিকদার পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে স্ত্রী নিরু বেগমের দখলে থাকা ৯ পিস ইয়াবা জব্দসহ তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার হওয়া নিরু বেগম ৩টি মাদক মামলার আসামি।

আরও পড়ুন

বরগুনায় সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেফতার

বরগুনা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবদুল হালিম বলেন, নিরু বেগম ও তার স্বামী দীর্ঘদিন ধরে মাদকের কারবার করে আসছিল। গতকাল রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। এসময় তার স্বামী মনির পালিয়ে যায়।


বিজ্ঞাপন


পুলিশের এ কর্মকর্তা আরও জানান, বরগুনায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে পুলিশ। সব মাদক কারবারিদের বিরুদ্ধে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর