ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে নর্দমার পানিতে পড়ে নোমান আলী নামে ৪ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে উপজেলার চাড়োল ইউনিয়নের ছোট সিংগিয়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটি ওই গ্রামের মো. নজিব উদ্দিনের ছেলে।
বিজ্ঞাপন
স্থানীয়রা জানান, দুপুরে শিশুটি খেলা করতে করতে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশে নর্দমায় পড়ে যায়। এক সময় শিশুটিকে না পেয়ে পরিবারের লোকজন খুঁজতে থাকলে বাড়ির পাশে ওই নর্দমার পানি থেকে তাকে উদ্ধার করে। এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি ঢাকা মেইলকে নিশ্চিত করে বালিয়াডাঙ্গী থানার ওসি তদন্ত দিবাকর অধিকারি বলেন, খেলা করতে করতে পরিবারের সদস্যদের অগোচরে নর্দমায় পড়ে শিশুটির মৃত্যুর খবর পেয়েছি। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের কারও কোনো অভিযোগ না থাকলে শিশুটি লাশ দাফনের জন্য পরিবারকে অনুমতি প্রদান করা হবে।
প্রতিনিধি/এমএইচটি