রোববার, ৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

কালীগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে যুবককে হত্যা

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশিত: ০৩ এপ্রিল ২০২৫, ১১:০৭ এএম

শেয়ার করুন:

loading/img

ঝিনাইদহের কালীগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে ধারালো লোহার রড় দিয়ে এক যুবককে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ছবেদ আলী নামে আরেক ব্যক্তি। পুলিশ অভিযুক্তকে আটক করেছে।

নিহত আবু তালেব কাশিপুর বেঁদেপল্লী এলাকার মৃত আয়ুব হোসেনের ছেলে। ভোরে কালীগঞ্জ উপজেলার কাশীপুর বেঁদে পল্লীতে এ ঘটনা ঘটে। অভিযুক্ত রুবেল হোসেন একই এলাকার মৃত মঙ্গল মিয়ার ছেলে।


বিজ্ঞাপন


স্থানীয়রা জানায়, গেল রাত ৩ টার দিকে ওই গ্রামের আবু তালেবের বাড়িতে গিয়ে ডাকাডাকি করে একই গ্রামের রুবেল হোসেন। আবু তালেব বাইরে বের হলে রুবেল লোহার ছুচালো অংশ দিয়ে বুকে আঘাত করে। ঠেকাতে গেলে তালেবের শশুড় ছবেদ আলীকেও আঘাত করে। সেখান থেকে তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আবু তালেবকে মৃত ঘোষণা করে। এ ঘটনার পর আটক করা হয়েছে অভিযুক্ত রুবেল হোসেনকে।

কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার জানান, লোহার ছুচালো অংশ দিয়ে আঘাত করে একজনকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত রুবেলকে আটক করেছে পুলিশ। পারিবারিক ঝামেলার কারণে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।  

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub