শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫, ঢাকা

বারহাট্টায় দম্পতির গলায় ছুরি ঠেকিয়ে টাকা-স্বর্ণ ছিনতাই, আটক ৩

জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: ০১ এপ্রিল ২০২৫, ০৩:২৬ পিএম

শেয়ার করুন:

loading/img

নেত্রকানার বারহাট্টায় রাতে বাড়ি ফেরার সময় এক দম্পতির গলায় ছুরি ঠেকিয়ে নগদ টাকা স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনায় তিন ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। এসময় ছিনতাই কাজে ব্যবহৃত দু’টি মোটরসাইকেল জব্দ করা হয়।

মঙ্গলবার (১ এপ্রিল) সকালে এ ঘটনায় করা মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে।


বিজ্ঞাপন


বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে রোববার দিবাগত রাত আড়াইটার দিকে বারহাট্টা উপজেলার বাট্টাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন, নেত্রকোনা সদর থানার ঠাকুরাকোনা ইউনিয়নের সিংড়াজান গ্রামের মৃত আনোয়ার মিয়ার ছেলে সাব্বির (১৯), একই ইউনিয়নের সতরশ্রি গ্রামের মো. কুদ্দুছ মিয়ার ছেলে মারুফ মিয়া (২৪) ও মনজুরুল হকের ছেলে ইমন (২৭)। তবে তাদের অপর এক সঙ্গী পালিয়ে যায়।

আরও পড়ুন

স্কুলছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় যুবককে গলাকেটে হত্যার চেষ্টা

বারহাট্টা থানার ওসি কামরুল হাসান বলেন, ঈদের জন্য রোববার ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন ওই দম্পতি। রাত আড়াইটার দিকে ঠাকুরাকোনা নেমে গাড়ি না পেয়ে পায়ে হেঁটে বাড়ির উদ্দেশে রওনা হন। পথে উপজেলার ফকিরের বাজারের কাছকাছি বাট্টাপাড়া এলাকায় পৌঁছলে চার ছিনতাইকারী মোটরসাইকেলযোগে এসে তাদের পথ রোধ করে। পরে গলায় ছুরি ঠেকিয়ে সঙ্গে থাকা স্বর্ণের জিনিসপত্র, নগদ টাকা ও মোবাইলফোন নিয়ে যাওয়ার সময় তারা চিৎকার করেন। পরে ওই দম্পতির চিৎকারে গ্রামের লোকজন গিয়ে ওই তিন ছিনতাইকারীকে আটক করে। এসময় তাদের ব্যবহৃত দু’টি মোটরসাইকেল আটক করা। সেইসঙ্গে ছিনিয়ে নেওয়া মোবাইল ফোনটি উদ্ধার করা হয়। তবে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে অপর এক ছিনতাইকারী পালিয়ে যায়। ওই দম্পতি ঢাকায় বাসা-বাড়িতে কাজ করতেন। তাদের কাছে থাকা স্বর্ণ ও নগদ টাকার পরিমাণ ৬৫ হাজার টাকার মতো ছিল বলে জানা গেছে।

ওসি আরও বলেন, সোমবার দিনভর গ্রামের লোকজন তাদের বিষয়ে সালিশ করে। সমাধান না হওয়ায় পরে সন্ধ্যায় ওই ৩ ছিনতাইকারীকে বারহাট্টা থানার আওতাধীন ফকিরের বাজার পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়। রাতে এ ঘটনায় ওই ভুক্তভোগী নারী বাদী হয়ে থানায় মামলা করেন। ওই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আজ মঙ্গলবার সকালে আদালতে পাঠানো হয়েছে। এদিকে মালামাল উদ্ধার ও পলাতক অপর ছিনতাইকারীকে গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এই ক্যাটাগরির আরও খবর


News Hub