টাঙ্গাইলে ঈদের মাঠে সম্ভাব্য সংঘর্ষ এড়াতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। সোমবার (১ এপ্রিল) ঈদের দিন টাঙ্গাইল সদর উপজেলার বড় বাসালিয়া ঈদগাহ মাঠে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য ভোর ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত এই ধারা কার্যকর থাকবে।
রোববার (৩০ মার্চ) জেলা প্রশাসন থেকে একটি অফিস আদেশ জারি করা হয়, যেখানে উল্লেখ করা হয়— ঈদুল ফিতরের নামাজের সময় বড় বাসালিয়া ঈদগাহ মাঠে সম্ভাব্য বিশৃঙ্খলা হতে পারে। এমন পরিস্থিতি মোকাবিলায় পুলিশ প্রতিবেদন পর্যালোচনা করে ১৪৪ ধারা জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
ওই আদেশে আরও বলা হয়েছে, ঈদগাহ মাঠের ৪০০ গজের মধ্যে কোনো ধরনের সমাবেশ, মিছিল, স্লোগান, শোভাযাত্রা, পিকেটিং, মাইক্রোফোন বা ঢাকঢোল বাজানো, গোলযোগ সৃষ্টি করা, লাঠিসোটা বা অস্ত্রশস্ত্র বহন, বিস্ফোরক দ্রব্য নিয়ে চলাচল এবং বে-আইনি অনুপ্রবেশ নিষিদ্ধ থাকবে।
টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার জানান, পুলিশ বিভাগের প্রতিবেদনের ভিত্তিতে, ঈদগাহ মাঠে ১৪৪ ধারা কার্যকর করা হয়েছে। এতে করে ঈদের দিন সকল ধরনের বিশৃঙ্খলা রোধ করা সম্ভব হবে এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা যাবে।
এতে স্থানীয় জনগণ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতায় ঈদের জামাতে শান্তিপূর্ণভাবে অংশগ্রহণ নিশ্চিত করার আশা করা হচ্ছে।
প্রতিনিধি/এইউ