ফেনীতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থ ব্যক্তিদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার (৩০ মার্চ) সকালে ফেনী পৌর জামায়াতের ৩ নম্বর ওয়ার্ডের আয়োজনে এসব খাদ্যপণ্য বিতরণ করা হয়।
বিজ্ঞাপন
স্থানীয় বালিকা বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সাবেক ফেনী জেলা আমির অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া।
৩ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির মাওলানা সুলতান মাহমুদ ফারুকীর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা একরামুল হকের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন - ফেনী জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মুফতি আব্দুল হান্নান, নায়েবে আমির অধ্যাপক আবু ইউসুফ, ফেনী পৌর জামায়াতের আমির ইঞ্জিনিয়ার নজরুল ও স্থানীয় সম্ভাব্য ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ব্যবসায়ী আবু জাফর।
স্থানীয় ওয়ার্ড জামায়াত ইসলামীর সেক্রেটারি মাওলানা একরামুল হক জানান, ওয়ার্ডের স্থানীয় বাসিন্দাদের মধ্য থেকে গরিব, দুস্থ ও অসহায় ব্যক্তিদের যাচাই-বাছাইয়ের মাধ্যমে ৫৫০ জন ব্যক্তির মাঝে ঈদের খাদ্য সামগ্রী হিসেবে একটি করে মুরগি ও সুগন্ধি চাল বিতরণ করা হয়েছে। এর আগে রমজানের শুরুতেই এসব পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়। স্থানীয় ব্যবসায়ী জাফর উদ্দিনের সহযোগিতায় এসব কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
প্রতিনিধি/ এমইউ