বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

ট্রেনের ধাক্কায় আহত সাংবাদিক রাজশাহী মেডিকেলে মৃত্যু

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ২৯ মার্চ ২০২৫, ০৪:০৭ পিএম

শেয়ার করুন:

loading/img

চাঁপাইনবাবগঞ্জে রেল ক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় সাংবাদিক মেহেদী হাসান (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়ে প্রথমে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করেন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে মৃত্যুর বিষয়টি তার পরিবার নিশ্চিত করেন।


বিজ্ঞাপন


আরও পড়ুন

ট্রেনের ধাক্কায় সাংবাদিক মেহেদী গুরুতর আহত

নিহত মেহেদী হাসান হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের লাইনপাড়া গ্রামের মাহবুব রশিদের ছেলে।

এদিকে আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে আমনুরা কেন্দুল রেল ক্রসিংয়ে এই ঘটনা ঘটে।

নিহত  মেহেদি হাসান দেশ বুলেটিন পত্রিকার চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। তিনি মোটরসাইকেলযোগে বাড়ি যাচ্ছিলেন।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর

News Hub