পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে যশোরের আট উপজেলায় এ বছর ১০৬টি গুরুত্বপূর্ণ মসজিদ ও ঈদগাহে ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে।
শুক্রবার (২৮ মার্চ) ইসলামিক ফাউন্ডেশন সংবাদ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। হিজরি সালের রমজানে একমাস সিয়াম সাধনার পর শাওয়াল মাসের প্রথম দিন ঈদুল ফিতর উদ্যাপন করবেন মুসলিম ধর্মাবলম্বীরা। চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী সোমবার (৩১ মার্চ) অথবা মঙ্গলবার (১ এপ্রিল) ঈদ উদ্যাপিত হবে।
বিজ্ঞাপন
ইসলামিক ফাউন্ডেশন যশোর কার্যালয়ের উপ-পরিচালক ইকরামুল ইসলাম শাওন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যশোর সদর উপজেলায় ৪১টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এগুলির মধ্যে যশোর কেন্দ্রীয় ঈদগাহে সকাল আটটায় প্রথম ও সকাল সাড়ে নয়টায় দ্বিতীয় জামাত হবে, জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে প্রথম জামাত সকাল সাড়ে আটটায়, দ্বিতীয় জামাত সকাল সাড়ে নয়টায়, রেল বাজার জামে মসজিদে প্রথম জামাত সকাল সাতটায় ও দ্বিতীয় জামাত সাড়ে আটটায়, চাঁচড়া ডালমিল জামে মসজিদে সকাল আটটায়, কারবালা জামে মসজিদে প্রথম জামাত সকাল সোয়া সাতটা ও দ্বিতীয় জামাত সকাল নয়টায়, ওয়াপদা কলোনি জামে মসজিদ সকাল সাড়ে সাতটায়, কোতোয়ালি জামে মসজিদ সকাল সাড়ে সাত টায়, আশ্রম রোড বায়তুল মামুর জামে মসজিদে প্রথম জামাত সকাল আটটায় ও দ্বিতীয় জামাত সকাল নয়টায়, রেল রোড আল-মসজিদুল আকসায় সকাল আটটায়, বারান্দীপাড়া ২নং কলোনি জামে মসজিদে সকাল আটটায়, আমিনিয়া আলিয়া মাদ্রাসা জামে মসজিদে প্রথম জামাত সকাল সাড়ে সাতটা, দ্বিতীয় জামাত সাড়ে আটটায়, সম্মিলনী স্কুল জামে মসজিদে সকাল সাড়ে আটটায়, সদর হাসপাতাল জামে মসজিদে সকাল আটটায়, যশোর সদর উপজেলা পরিষদ জামে মসজিদে সকাল আটটায়, উপশহর কেন্দ্রীয় ঈদগাহে সকাল সাড়ে আটটায়, পুলিশ লাইন জামে মসজিদে প্রথম জামাত সকাল আটটায় প্রথম ও দ্বিতীয় জামাত সাড়ে নয়টায়, বেজপাড়া আজিমাবাদ জামে মসজিদে সকাল আটটায়, পাগলাদাহ হাফেজিয়া মাদ্রাসা ঈদগাহে সকাল আটটায়, মারকাজ মসজিদে সকাল সাড়ে আটটায়, ইছালী কেন্দ্রীয় ঈদগাহে সকাল আটটায়, রূপদিয়া কেন্দ্রীয় ঈদগাহে সকাল সাড়ে আটটায়, তালবাড়িয়া মাদ্রাসা ঈদগাহে সকাল সাড়ে আটটায়, এড়েন্দা বায়তুস সালাম জামে মসজিদ ঈদগাহে সকাল সাড়ে আটটায়, বসুন্দিয়া বায়তুস সালাত মসজিদ কেন্দ্রীয় ঈদগাহে সকাল সাড়ে আটটায়, জয়ান্তা কেন্দ্রীয় ঈদগাহে সকাল আটটায়, শাহাবাজপুর কেন্দ্রীয় ঈদগাহে সকাল সাড়ে আটটায়, দেয়াড়া ইউনিয়ন কেন্দ্রীয় ঈদগাহে সকাল সাড়ে সাতটায়, আবাদ কচুয়া আশরাফুল উলুম মাদ্রাসা ঈদগাহে সকাল সাড়ে সাতটায়, পুরাতন কসবা ঢাকা ব্রিজ সংলঘ্ন ঈদগাহে সকাল সাড়ে সাতটায়, আবাদ কচুয়া হাইস্কুল ঈদগাহে সকাল সাড়ে আটটায়, চুড়ামনকাঠি, ছাতিয়ানতলা কেন্দ্রীয় ঈদগাহে সকাল আটটায়, দাইতলা কেন্দ্রীয় ঈদগাহে সকাল আটটায়, বিজয় নগর ঈদগাহে সকাল আটটায়, ফুলতলা আবেদিয়া দাখিল মাদ্রাসা ময়দানে সকাল নয়টায়, দাইতলা কেন্দ্রীয় ঈদগাহে সকাল আটটায়, কোদালিয়া কেন্দ্রীয় ঈদগাহে সকাল সাড়ে আটটায়, ফুলতলা আবেদিয়া দাখিল মাদ্রাসা ময়দানে সকাল আটটায়, নারাঙ্গালী কেন্দ্রীয় ঈদগাহে সকাল আটটায়, শংকরপুর গোলপাতা জামে মসজিদে সকাল সাড়ে সাতটায়, নরেন্দ্রপুর কেন্দ্রীয় ঈদগাহে সকাল আটটায়, মুনসেফপুর কেন্দ্রীয় ঈদগাহে সকাল সাড়ে আটটায়, আবাদ কচুয়া কেন্দ্রীয় ঈদগাহে সকাল সাড়ে আটটায় ঈদের নামাজে জামাত অনুষ্ঠিত হবে।
কেশবপুর উপজেলায় ১২টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এগুলির মধ্যে কেশবপুর কেন্দ্রীয় ঈদগাহে সকাল নয়টায়, আলতাপোল ঈদগাহে সকাল আটটায়, মজিদপুর ঈদগাহে সকাল সাড়ে আটটায়, সাবদিয়া ঈদগাহে সকাল আটটায়, মধ্যকুল ঈদগাহে সকাল আটটায়, ভোগতি ঈদগাহে সকাল সাড়ে সাতটায়, নতুন মূলগ্রাম ঈদগাহে সকাল আটটায়, মূলগ্রাম ঈদগাহে সকাল সাড়ে আটটায়, বাইসা ঈদগাহে সকাল সাড়ে আটটায়, নুড়ীতলা ঈদগাহে সকাল নয়টায়, কলাগাছি কেন্দ্রীয় ঈদগাহে সকাল আটটায় ও মজিদপুর কেন্দ্রীয় ঈদগাহে সকাল সাড়ে আটটায় ঈদের নামাজে জামাত অনুষ্ঠিত হবে।
চৌগাছা উপজেলায় ১১টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এগুলির মধ্যে চৌগাছা কামিল মাদ্রাসা ঈদগাহে সকাল সাড়ে আটটায়, উপজেলা শাহী মসজিদ ঈদগাহে সকাল আটটায়, ইছাপুর ঈদগাহে সকাল সাড়ে আটটায়, স্বরুপদাহ ঈদগাহে সকাল সাড়ে আটটায়, সলুয়া বাজার ঈদগাহে সকাল আটটায়, সিংহঝুলি ঈদগাহে সকাল সাড়ে আটটায়, ফুলসারা ঈদগাহে সকাল সাড়ে আটটায়, পাতিবিলা ঈদগাহে সকাল আটটায়, পুড়াপাড়া ঈদগাহে সকাল আটটায়, নারায়নপুর ঈদগাহে সকাল সাড়ে আটটায় এবং হাকিমপুর ঈদগাহে সকাল সাড়ে আটটায় ঈদের নামাজে জামাত অনুষ্ঠিত হবে।
ঝিকরগাছা উপজেলায় ছয়টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এগুলির মধ্যে ঝিকরগাছা বি এম হাই স্কুল ময়দানে সকাল আটটায়, কাটাখাল ঈদগাহে সকাল আটটায়, কায়েমকোলা বাজার ইদগাহ সকাল আটটায়, বাকড়া জে. কে হাইস্কুল ঈদগাহে সকাল আটটায়, মাটিকুমড়া স্কুল ঈদগাহে সকাল আটটায় এবং বাইশা স্কুল ঈদগাহে সকাল আটটায় ঈদের নামাজে জামাত অনুষ্ঠিত হবে।
বিজ্ঞাপন
মণিরামপুর উপজেলায় ১২টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এগুলির মধ্যে কমলাপুর ঈদগাহে সকাল সাড়ে আটটায়, হাকাবো ঈদগাহে সকাল আটটায়, হাকাবো কেন্দ্রীয় ঈদগাহে সকাল সাড়ে আটটায়, মণিরামপুর ফাজিল মাদ্রাসা ঈদগাহে সকাল সাড়ে আটটায়, জয়নগর ঈদগাহে সকাল আটটায়, মহাদেবপুর জুড়ানো ঈদগাহে সকাল সাড়ে আটটায়, দুর্গাপুর ঈদগাহে সকাল সাড়ে আটটায়, স্বরপদাহ ঈদগাহে সকাল আটটায়, বাধঘাটা ঈদগাহে সকাল আটটায়, বিজয়রামপুর ঈদগাহে সকাল সাড়ে আটটায়, মণিরামপুর থানা ঈদগাহে সকাল সাড়ে আটটায় এবং জুড়ানো ঈদগাহে সকাল সাড়ে আটটায় ঈদের নামাজে জামাত অনুষ্ঠিত হবে।
বাঘারপাড়া উপজেলায় ১৩টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এগুলির মধ্যে দোহাকুলা বাজার ঈদগাহে সকাল সোয়া আটটায়, সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসা ঈদগাহে সকাল আটটায়, দয়ারামপুর ঈদগাহে সকাল সাড়ে আটটায়, নারিকেল বাড়িয়া ঈদগাহে সকাল আটটায়, রায়পুর ঈদগাহে সকাল আটটায়, খাজুরা বাজার কেন্দ্রীয় ঈদগাহে সকাল সোয়া আটটায়, ভাটার আমতলা ঈদগাহে সকাল আটটায়, মহিরন পীরবাড়ী ঈদগাহে সকাল সাড়ে আটটায়, চাড়াভিটা বাজার ঈদগাহে সকাল সাড়ে আটটায়, জামদিয়া বাজার ঈদগাহে সকাল সাড়ে আটটায়, ছাতিয়ানতলা ঈদগাহে সকাল সাড়ে আটটায়, বাঘারপাড়া মহিউসসুন্না ঈদগাহে সকাল সাড়ে আটটায়, বেতালপাড়া ঈদগাহে সকাল পৌনে আটটায় ঈদের নামাজে জামাত অনুষ্ঠিত হবে।
অভয়নগর উপজেলায় ছয়টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এগুলির মধ্যে নওয়াপাড়া শংকরপাশা হাই স্কুল মাঠে সকাল আটটায়, নওয়াপাড়া কেন্দ্রীয় ঈদগাহে সকাল সাড়ে আটটায়, পায়রা মাদ্রাসা ঈদগাহে সকাল সাড়ে আটটায়, গাজিপুর রউফিয়া কামিল মাদ্রাসা সকাল আটটায়, রাজঘাট হাইস্কুল মাঠে সকাল সাড়ে আটটায় এবং পীর বাড়ি ঈদগাহে সকাল আটটায় ঈদের নামাজে জামাত অনুষ্ঠিত হবে।
শার্শা উপজেলায় পাঁচটি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এগুলির মধ্যে শার্শা কেন্দ্রীয় ঈদগাহে সকাল সাড়ে আটটায়, নাভারন কেন্দ্রীয় ঈদগাহে সকাল সাড়ে আটটায়, উলাশি কেন্দ্রীয় ঈদগাহে সকাল আটটায়, বাগআঁচড়া কেন্দ্রীয় ঈদগাহে সকাল আটটায় এবং বেনাপোল বাজার কেন্দ্রীয় ঈদগাহে সকাল সাড়ে আটটায় ঈদের নামাজে জামাত অনুষ্ঠিত হবে।
প্রতিনিধি/ এজে