ময়মনসিংহে বহুতল ভবনের ছাদ থেকে পড়ে এক যুবতীর (২২) মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৮ মার্চ) দুপুর সোয়া ১টার দিকে শহরের প্রাণকেন্দ্র গাঙ্গিনারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
তবে এটি হত্যা নাকি আত্মহত্যা, তা এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ। তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম এ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মেয়েটি দুপুরে ভবনের ১২ তলা ছাদে ওঠে। এ সময় তিনি লাফিয়ে আত্মহত্যা করেছেন। মেয়েটিকে কেউ চিনতে পারছেন না। তিনি ওই ভবনে থাকতেন না।
ওসি মো. সফিকুল ইসলাম আরও বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা জানতে তদন্ত চলছে। একইসাথে মেয়েটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দ্রুত মৃত্যুর রহস্য উদঘাটন করা হবে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/ এমইউ