মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। সেখানকার তাপমাত্রা ৩৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ জনপদের ওপর দিয়ে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
শুক্রবার (২৮ মার্চ) বেলা ৩টায় চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগার এ তাপমাত্রা রেকর্ড করে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ১৮ শতাংশ।
বিজ্ঞাপন
এ জেলায় সকাল থেকেই রোদের তীব্র প্রখরতায় প্রচণ্ড গরম অনুভূত হচ্ছে। অসহনীয় তাপপ্রবাহের মধ্যে খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ। যারা বের হয়েছেন তারাও অল্পতেই অতিষ্ঠ হয়ে পড়ছেন। সব থেকে বেশি কষ্টে আছেন রোজাদাররা।
শাহাজাহান নামে এক অটোরিকশা চালক বলেন, “সকাল থেকে রোদের এমন জ্বালা, গায়ে আগুন লাগার মতো অবস্থা। সারাদিন রাস্তায় গাড়ি চালাতে হয়, কিন্তু এই গরমে শরীর আর চলছে না। পানির বোতল সঙ্গে রাখি, তবু রোজার কারণে বেশি কিছু করা যাচ্ছে না।”
সোবহান নামে এক ভ্যানচালক বলেন, “এই গরমে ভ্যান চালানো খুব কষ্টের কাজ। রোজা রাখছি, তাই শরীরে শক্তি থাকে না। কিন্তু পেটের দায়ে বের হতেই হয়। তাপটা এত বেশি যে মনে হয় বুকের ভেতর দিয়েও আগুন যাচ্ছে।”
ঈদের কেনাকাটা করতে আসা তমা নামে একজন বলেন, “রোজা রেখে ঈদের মার্কেটে এসেছি, কিন্তু গরমে অবস্থা খুবই খারাপ। মনে হচ্ছে শরীর পুড়ে যাচ্ছে। খুব দরকার না হলে আজকের মতো বাসায় ফিরে যাওয়ার চিন্তা করছি।”
বিজ্ঞাপন
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রাকিবুল হাসান জানান, চুয়াডাঙ্গার ওপর দিয়ে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ বিকেল ৩টায় এ জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ১৮ শতাংশ। তাপমাত্রা আরও বৃদ্ধির শঙ্কা রয়েছে।
প্রতিনিধি/ এমইউ