বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

জেলা স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

উপজেলা প্রতিনিধি, সাভার (ঢাকা)
প্রকাশিত: ২৮ মার্চ ২০২৫, ০২:৪২ পিএম

শেয়ার করুন:

loading/img

সাভারের আশুলিয়ায় ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বদরুল আলম সুমনের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে করেছে স্থানীয় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

শুক্রবার (২৮ মার্চ) বেলা ১২টার দিকে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকায় এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।


বিজ্ঞাপন


এসময় তারা আশুলিয়ার পল্লীবিদ্যুৎ স'মিল রোড এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে নবীনগর-চন্দ্রা মহাসড়ক প্রদক্ষিণ করে কবরস্থান রোড এলাকায় গিয়ে শেষ করেন। মিছিল শেষে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।

এসময় তারা বলেন, আমরা ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বদরুল আলম সুমন ভাইয়ের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেইসঙ্গে হামলার সাথে জড়িত আওয়ামী দোসর আব্দুল হালিম বাবু ওরফে হৃদয় দয়ালকে অনতিবিলম্বে দল থেকে বহিষ্কার এবং দ্রুত গ্রেফতারের দাবি জানাই।

আরও পড়ুন

স্মৃতিসৌধে ফুল দেওয়া নিয়ে স্বেচ্ছাসেবক দলের দুই পক্ষের মারামারি, আহত ২

বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য তামিম ইকবাল, এনামুল হক মনি ও আবুল কালাম আজাদ, আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ আরিফ, আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য আসলাম হোসেন, আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলনেতা জাহিদুল ইসলাম, ঢাকা জেলা ছাত্রদল নেতা, কাওসার মাহবুব, আব্দুল্লাহসহ স্থানীয় ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের শতাধিক নেতাকর্মীরা।


বিজ্ঞাপন


উল্লেখ্য, গত ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দেওয়াকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক দলের দুই গ্রুপের মারামারি ঘটনা ঘটে। এসময় ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুল হালিম বাবু ওরফে হৃদয় দয়ালের বিরুদ্ধে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বদরুল আলম সুমন ও সাভার পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব দেলোয়ার হোসেন মাতবরকে মারধরের অভিযোগ উঠে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন