দিনাজপুর শহরের শ্যামরাই দুর্গা মন্দিরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মন্দিরের ভেতরে রাখা তুলার স্তূপ আগুনে পুড়ে গেছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করে প্রায় ঘণ্টাখানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
স্থানীয়রা জানান, রাত সাড়ে ৮টার দিকে মন্দিরের ভেতরে ধোয়া দেখতে পাওয়া যায়। পরে বিষয়টি ফায়ার সার্ভিসকে জানালে তারা ঘটনাস্থলে এসে মন্দিরের দরজা কেটে ভেতরে প্রবেশ করে। অনেকক্ষণ চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
দিনাজপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক বজলুর রশিদ বলেন, মন্দিরের ভেতরে তুলা থাকায় আগুন নিয়ন্ত্রণ করতে সময় বেশি লেগেছে। আগুনের সূত্রপাত কীভাবে, তা তদন্ত করে জানানো যাবে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস